IFA: বাংলার ফুটবলের উন্নতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৈরি 'ART' চালু করছে আইএফএ! কী এই পদ্ধতি?
ফাইল ছবি

IFA: বাংলার ফুটবলের উন্নতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৈরি 'ART' চালু করছে আইএফএ! কী এই পদ্ধতি?

People's Reporter: আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সের খেলায় এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার করা হবে।
Published on

ফুটবলের মান উন্নয়নের লক্ষ্যে নতুন প্রযুক্তির ব্যবহার করতে চলেছে আইএফএ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রযুক্তির নাম ART (অ্যাডভান্স রিভিউ টেকনোলজি)।

বুধবার আইএফএ অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়। চারমাস ধরে গবেষণার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্র ছাত্রীদের গবেষণালব্ধ এই নতুন প্রযুক্তির সাহায্যে বল গোল লাইন অতিক্রম করেছে কিনা তা অনেকাংশে নির্ভুল নির্ণয় করা সম্ভব হবে।

আই এফ এ সচিব অনির্বাণ দত্ত বলেন, কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সের খেলায় এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার করা হবে। এই প্রযুক্তি সফল হলে আগামী দিনে তা অফ সাইড, পেনাল্টির মতো ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে।

তিনি আরও জানান, এই প্রযুক্তি অত্যন্ত কম ব্যয় সাপেক্ষ। ভারতে প্রথম এই ধরনের প্রযুক্তি ফুটবল মাঠে ব্যবহার হতে চলেছে। ভারতীয় ফুটবল হোক বা কলকাতা ফুটবল, এমনকি বিশ্ব ফুটবলেও রেফারিং নিয়ে নানা বিতর্ক হয়। ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) আসার পর চিত্র অনেকটা বদলে গিয়েছে। যদিও এর খরচ অনেক। কলকাতা ফুটবলে রেফারিং নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু ভিএআরের মতো টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। যা আপাতত সম্ভব নয় বলাই যায়। সে কারণেই নতুন ভাবনা বাংলা ফুটবল সংস্থার। যাদবপুর বিশ্ববিদ্যালয়েরও ফুটবল সংক্রান্ত এটা প্রথম কাজ।

এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিদ্ধার্থ গুপ্ত, সহ উপাচার্য অমিতাভ দত্ত, প্রনবেশ মন্ডল, রাজীব বন্দোপাধ্যায় এবং আশীষ পাল শ অন্যান্যরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in