CFL: কলকাতা লিগে ডার্বি না খেলার জের, মোহনবাগানকে কী শাস্তি দিল IFA?

People's Reporter: কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার জন্য মাঠে নামেনি সবুজ-মেরুন। সেই কারণে ইস্টবেঙ্গল তিন পয়েন্ট পেয়েছে। মোহনবাগানের ২ পয়েন্ট কেটে নিয়েছে আইএফএ।
মোহনবাগানকে শাস্তি দিল আইএফএ
মোহনবাগানকে শাস্তি দিল আইএফএছবি - সংগৃহীত
Published on

গত ৩০ নভেম্বর কলকাতা লিগের ডার্বিতে নামেনি মোহনবাগান। আশা করা হয়েছিল মোহনবাগানকে সম্ভবত কড়া শাস্তি দেবে আইএফএ। কিন্তু মাত্র ২ পয়েন্ট কাটা হলো মোহনবাগানের পয়েন্ট থেকে।

৩০ নভেম্বর কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার জন্য মাঠেই নামেনি সবুজ-মেরুন। সেই কারণে ইস্টবেঙ্গল তিন পয়েন্ট পেয়েছে। মোহনবাগানের ২ পয়েন্ট কেটে নিয়েছে আইএফএ। বাংলার ফুটবল সংস্থাকে না জানিয়ে ম্যাচ বয়কট করার শাস্তি হিসাবে এই পয়েন্ট কাটা হয়েছে।

একইসঙ্গে চলতি মরসুমে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন হিসেবে মহামেডান স্পোর্টিং ক্লাবের নাম ঘোষিত হল। আইএফএ অফিসে প্রিমিয়ার ও প্রথম ডিভিশন লিগ কমিটির সভায় এই ঘোষণা করা হয়। ওই সভায় এই বছরের রানার্স আপ হিসেবে ইমামি ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করা হয়।

অন্য দিকে অবনমনের আওতায় পড়লো ক্যালকাটা ফুটবল ক্লাব, ওয়েস্টবেঙ্গল পুলিশ স্পোর্টিং ক্লাব, এফ সি আই ও ডালহৌসি এসি। এই বৈঠকের পাশাপাশি প্লেয়ার স্ট্যাটাস কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। দুটি বৈঠকে দুই কমিটির সদস্যরা ছাড়া উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, সহ সচিব সুফল রঞ্জন গিরি, নজরুল ইসলাম ও রাকেশ ঝাঁ।

মোহনবাগানকে শাস্তি দিল আইএফএ
WTC 2023-25: বছর শেষে ধাক্কা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট হারতেই পয়েন্ট টেবিলে পতন টিম ইন্ডিয়ার
মোহনবাগানকে শাস্তি দিল আইএফএ
AFC Asian Cup: ওয়েস্ট হ্যামের জুটিকে দেখা যাবে ভারতীয় দলে! এশিয়া কাপের আগে বড় পদক্ষেপ AIFF-র

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in