

আগামী বছরের এশিয়ান কাপে ভারতীয় ফুটবল দলের ভালো ফলাফলের ব্যাপারে বদ্ধপরিকর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এবার তারা প্রাক্তন ইংরেজ ফুটবলার ট্রেভর সিনক্লেয়ারকে ইগর স্টিম্যাচের সহকারী হিসেবে নিযুক্ত করতে চলেছে ।
আগামী ২৯ ডিসেম্বর ভারতীয় দলে কোচিং স্টাফ হিসেবে যুক্ত হতে চলেছেন ট্রেভর। প্রাক্তন এই ফুটবলার ম্যানচেস্টার সিটি এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেড দাপিয়ে বেড়িয়েছেন। তবে ওয়েস্ট হ্যামে ইগর স্টিমাচের সঙ্গে দুটি মরসুম কাজ করেছেন তিনি। তাই সেই জুটি ভারতীয় দলে ফিরিয়ে আনতে চাইছে ফেডারেশন।আগামী ৩০ ডিসেম্বর এএফসি এশিয়ান কাপের জন্য দোহা রওনা দেবে ভারত। তাই তার আগেই প্রাক্তন ফুটবলার যুক্ত হয়ে যেতে পারেন 'ব্লু ব্রিগেড'র সঙ্গে।
ইংল্যান্ডের ট্রেভর ফুটবল কেরিয়ারে ব্ল্যাকপুল, কুইন্স পার্ক রেঞ্জার্স (কিউপিআর), ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি এবং কার্ডিফ সিটির মতো উল্লেখযোগ্য ক্লাবের হয়ে খেলেছেন। ২০০২ ফিফা বিশ্বকাপ দলেও ছিলেন তিনি। ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ১৭৭টি ম্যাচে ৩৭ টি গোল করেছিলেন ট্রেভর।
ফুটবল থেকে অবসর নেওয়ার পর কোচিং স্টাফের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সব কিছু ঠিক থাকলে কিছু দিন পর ভারতীয় দলের ডাগ আউটেও বসতে দেখা যাবে তাঁকে। সামনেই ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের খেলা কুয়েত ও কাতারের বিরুদ্ধে। এই দুই ম্যাচের আগে ভারতীয় দলের প্রস্তুতি চলছে জোরকদমে। সে জন্য দেশের এক নম্বর ফুটবলের আসর ইন্ডিয়ান সুপার লিগও সাময়িক ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন