ICC Women's World Cup: মাত্র ১৩৪ রানেই অল আউট! মিতালিদের নিয়ে ছেলেখেলা করে জয় তুলে নিলো ব্রিটিশরা

বিশ্বকাপের মঞ্চে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে জয় অর্জন করেন ইংলিশ মহিলারা। ভারতীয় দলের এই পারফরম্যান্স দেখে হতাশ সমর্থকরা।
ইংল্যান্ড বনাম ভারত
ইংল্যান্ড বনাম ভারতছবি ICC ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ইংল্যান্ডের বিপক্ষে তাসের ঘরের মতো ভেঙে পড়লো মিতালি রাজদের ইনিংস। বিশ্বকাপের মঞ্চে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে জয় অর্জন করেন ইংলিশ মহিলারা। ভারতীয় দলের এই পারফরম্যান্স দেখে হতাশ সমর্থকরা। নেট দুনিয়াতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমালোচনা।

এই ভারতীয় দলই আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১৭ রান সংগ্রহ করেছিলো। যা ছিলো ভারতের সর্বোচ্চ রানের নজির। এদিন সেই ভারতই অল আউট হয়ে গেলো মাত্র ১৩৪ রানে। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিডনিতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করেছিলো টিম ইন্ডিয়া। তারপর থেকে এতো কম রানে কখনো ভারতের ইনিংস শেষ হয়নি। এবার সেই ১৩৭ রানের থেকেও কম রানে গুটিয়ে গেলো দল। স্মৃতি মন্ধনা, মিতালি রাজরা ৫০ ওভারই খেলতে পারলেন না। মাত্র ৩৬.২ ওভার পর্যন্তই বাইশ গজে ব্যাট হাতে দাঁড়িয়ে থাকতে পেরেছে টিম ইন্ডিয়া।

মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায়। শুরুতেই শ্রাবসোলের আগুন ঝরানো বোলিংএর সামনে গুঁড়িয়ে যায় ভারতের টপ অর্ডার। ইয়স্তিকা ভাটিয়া ৮ রান এবং মিতালি রাজ মাত্র ১ রান করেই ফিরে যান। দীপ্তি শর্মা রানের খাতা না খুলেই রান আউট হন।

মিডিল অর্ডারে কার্যত একা হাতেই ভারতকে ধরাশায়ী করে দেন ম্যাচের সেরা চারলোট্টে ডিন। হরমনপ্রীত কৌর(৮), স্নেহ রানা(০),পূজা বস্ত্রকার(৬) ও মেঘনা সিংকে সাজঘরে পাঠান ডিন। ভারতের হয়ে এই ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন স্মৃতি মন্ধনা(৩৫)। এছাড়াও রিচা ঘোষ(৩৩) ও ঝুলন গোস্বামী(২০) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

ভারতের দেওয়া ১৩৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার ট্যামি বিউমন্ট(১) এবং ড্যানিয়েল ওয়াট(১) শুরুতেই ফিরে গেলেও, এরপর হেদার নাইট এবং স্কিভার ইংল্যান্ডকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। স্কিভার ৪৫ রান করেন এবং অধিনায়ক হেদার নাইট ৫৩* রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

বুধবার ইংল্যান্ডের ট্যামি বিউমন্টকে ফিরিয়ে মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে প্রথম ও একমাত্র বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ঝুলন গোস্বামী। সার্বিকভাবে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি উইকেট রয়েছে চাকদহ এক্সপ্রেসের ঝুলিতেই। বিশ্বের আর কোনও মহিলা বোলার ২০০ উইকেটই সংগ্রহ করতে পারেননি।

ইংল্যান্ড বনাম ভারত
ICC Women's World Cup: ঝুলন গোস্বামীর ইতিহাস গড়ার ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলো ভারত

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in