ICC Women's World Cup: ঝুলন গোস্বামীর ইতিহাস গড়ার ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলো ভারত

বাংলার গর্ব ঝুলন গোস্বামীর ইতিহাস গড়ার দিনে নিউজিল্যান্ড মহিলা দলের কাছে নাস্তানাবুদ হতে হয়েছে মিতালি রাজদের। নিউজিল্যান্ডের ৯ উইকেটের বিনিময়ে ২৬০ রানের জবাবে ১৯৮ রানেই অল আউট হয়ে যায় ভারতীয় দল।
ঝুলন গোস্বামী
ঝুলন গোস্বামীছবি BCCI Women ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচে এসে মুখ থুবড়ে পড়লো ভারতের মহিলা ক্রিকেট দল। বাংলার গর্ব ঝুলন গোস্বামীর ইতিহাস গড়ার দিনে নিউজিল্যান্ড মহিলা দলের কাছে নাস্তানাবুদ হতে হয়েছে মিতালি রাজদের। নিউজিল্যান্ডের ৯ উইকেটের বিনিময়ে ২৬০ রানের জবাবে ১৯৮ রানেই অল আউট হয়ে যায় ভারতীয় দল। ৬২ রানে ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় বড় লাফ দিয়েছেন সুজি বেটসরা। পাঁচ নম্বর থেকে দু' নম্বরে উঠে এসেছে তারা। অন্যদিকে ভারত নেমে গিয়েছে পাঁচ নম্বরে।

হ্যামিলটনে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় মিতালি রাজ। প্রথম দফায় ব্যাট করতে নেমে সুজি বেটস মাত্র ৫ রান করে রান আউট হয়ে ফিরে গেলেও, টপ অর্ডারের কিউই ব্যাটাররা দলকে এগিয়ে নিয়ে যান। সোফি ডিভাইন(৩৫), এমেলিয়া কের(৫০),স্যাটারদোয়াইট(৭৫), ম্যাড্ডি গ্রিন(২৭), কেটি মার্টিনদের(৪১) দলগত চেষ্টায় নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করেন।

এই ম্যাচেও ভারতের সফলতম বোলার হন পূজা বস্ত্রকার। ১০ ওভারে ৩৪ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন তিনি। জোড়া উইকেট নিয়েছেন রাজেশ্বরী গায়কওয়াড় এবং একটি করে উইকেট নিয়েছেন ঝুলন গোস্বামী ও দীপ্তি শর্মা।

এই ম্যাচে ৪১ রানের বিনিময়ে এক উইকেট নেওয়ার সাথে সাথেই বিশ্বকাপে যুগ্ম ভাবে সর্বোচ্চ ৩৯ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন 'চাকদহ এক্সপ্রেস' ঝুলন গোস্বামী। অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনের রেকর্ডে ভাগ বসালেন তিনি। নিজের পঞ্চম বিশ্বকাপে এসে এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে মোট ৩৯ টি উইকেট। আর মাত্র একটি উইকেট নিলেই তিনি পেছনে ফেলবেন ফুলস্টনকেও।

নিউজিল্যান্ডের দেওয়া ২৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হরমনপ্রীত কৌর ছাড়া অন্য কোনো ভারতীয় ব্যাটার মেরুদন্ড সোজা করে বাইশ গজে দাঁড়াতে পারেনি। হরমনপ্রীত ৭১ রানের ইনিংস খেলেন। মিতালি রাজ করেন ৩১ রান এবং ইয়স্তিকা ভাটিয়া ২৮ রান। ১৯৮ রানেই অল আউট হয়ে যায় ভারত। লে তাহুহু দশ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন ৩ টি উইকেট। এছাড়াও ৩ টি উইকেট নিয়েছেন এমেলিয়া কের। জোড়া উইকেট নিয়েছেন জেনসেন এবং একটি করে উইকেট নিয়েছেন জেস কের এবং হান্না রো।

ঝুলন গোস্বামী
ICC: শ্রেয়স, মিতালী, দীপ্তি আইসিসি-র প্লেয়ার অফ দ্য মান্থ মনোনীত

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in