
ভারতের বিরুদ্ধে নটিংহ্যাম, লর্ডস এবং হেডিংলে টেস্টে শতরান জুড়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। তাঁরই উপহার পেলেন টেস্ট র্যাংকিংএ। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র্যাংকিংএ ছ'বছর পর শীর্ষস্থানে উঠে এলেন রুট। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করলেন রুট। ৯০১ পয়েন্ট নিয়ে ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন উইলিয়ামসন। ৯১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রুট।
ভারতের ক্ষেত্রে ওপেনার রোহিত শর্মা টপকে গেলেন অধিনায়ক বিরাট কোহলিকে। টেস্ট কেরিয়ারে এই প্রথমবার শীর্ষ পাঁচে জায়গা পেলেন রোহিত। ইংল্যান্ডের সাথে চলতি টেস্ট সিরিজে ব্যাক ফুটে থাকা বিরাট একধাপ নীচে নেমে ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে এলেন। বিরাটের স্থলে জায়গা করে নিলেন রোহিত। রোহিতের পয়েন্ট ৭৭৩। যেখানে অধিনায়ক কোহলির পয়েন্ট ৭৬৬।
ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ছিটকে গেলেন শীর্ষ দশ থেকে। ক্রম তালিকায় ১২ নম্বর স্থানে চলে গেছেন তিনি। এক ধাপ করে এগিয়ে আট নম্বর, ন' নম্বর এবং দশ নম্বরে রয়েছেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডিকক এবং হেনরি নিকোলাস। তৃতীয়, চতুর্থ এবং সপ্তম স্থানে তাঁদের পুরোনো র্যাংক ধরে রেখেছেন যথাক্রমে স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে এবং বাবর আজম।
বোলারদের ক্ষেত্রে একধাপ ওপরে ওঠে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ব্রিটিশ স্পিডস্টার জিমি অ্যান্ডারসন। ৮১৩ পয়েন্ট নিয়ে অ্যান্ডারসন রয়েছেন পাঁচ নম্বর স্থানে। যথাক্রমে শীর্ষ চারে থাকা প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদি এবং জস হেজেলউড তাঁদের পুরোনো ক্রম ধরে রেখেছেন। একধাপ এগিয়ে বোলারদের শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন জসপ্রীত বুমরাহ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন