ICC Test Rankings: একধাপ উঠে এসেছেন বুমরাহ, বিরাটকে পেছনে ফেলে কেরিয়ারের সর্বোচ্চ রেটিং রোহিতের

ওভাল টেস্টে ভারতের নায়ক রোহিত শর্মা গত সপ্তাহেই বিরাট কোহলিকে পেছনে ফেলে ছিলেন। এবার তিনি কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করলেন।
ICC Test Rankings: একধাপ উঠে এসেছেন বুমরাহ, বিরাটকে পেছনে ফেলে কেরিয়ারের সর্বোচ্চ রেটিং রোহিতের
ফাইল চিত্র

বুধবার প্রকাশ করা হলো আইসিসির নতুন টেস্ট র‌্যাংকিং। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে বিরাট বাহিনী। দুই ইনিংস মিলিয়ে ৪ টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। চলতি সিরিজে সবমিলিয়ে ১৮ টি উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট প্রাপক বুমরাহ। আর তার সুবাদেই টেস্ট র‌্যাংকিংএ একধাপ এগিয়ে গেলেন বুমরাহ। ৭৭১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে এলেন তিনি।

পাঁচ নম্বর স্থান থেকে দু ধাপ পিছিয়ে গেলেন ইংলিশ তারকা পেসার জিমি অ্যান্ডারসন। পাঁচ নম্বর স্থান থেকে ৭ নম্বরে নেমে গেলেন তিনি। ওভাল টেস্টে ভারতের নায়ক রোহিত শর্মা গত সপ্তাহেই বিরাট কোহলিকে পেছনে ফেলে ছিলেন। এবার তিনি কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করলেন। পাঁচ নম্বরে থাকা রোহিতের পয়েন্ট ৮১৩। ষষ্ঠ স্থানে থাকা বিরাটের থেকে ৩০ পয়েন্ট এগিয়ে রয়েছেন তিনি।

আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাংকিং (৮ ই সেপ্টেম্বর, ২০২১)

১. জো রুট (৯০৩ পয়েন্ট)

২. কেন উইলিয়ামসন (৯০১ পয়েন্ট)

৩. স্টিভ স্মিথ (৮৯১ পয়েন্ট)

৪. মার্নাস লাবুশানে (৮৭৮ পয়েন্ট)

৫. রোহিত শর্মা (৮১৩ পয়েন্ট)

৬. বিরাট কোহলি(৭৮৩ পয়েন্ট)

৭. বাবর আজম (৭৪৯ পয়েন্ট)

৮. ডেভিড ওয়ার্নার (৭২৪ পয়েন্ট)

৯. কুইন্টন ডিকক (৭১৭ পয়েন্ট)

১০. হেনরি নিকোলাস (৭১৪ পয়েন্ট)

আইসিসি টেস্ট বোলিং র‌্যাংকিং (৮ ই সেপ্টেম্বর, ২০২১)

১. প্যাট কামিন্স (৯০৮ পয়েন্ট)

২. রবিচন্দ্রন অশ্বিন (৮৩১ পয়েন্ট)

৩. টিম সাউদি (৮২৪ পয়েন্ট)

৪. জস হেজেলউড (৮১৬ পয়েন্ট)

৫. নেইল ওয়াগনার (৮১০ পয়েন্ট)

৬. কাগিসো রাবাডা (৭৯৮ পয়েন্ট)

৭. জিমি অ্যান্ডারসন (৭৯৪ পয়েন্ট)

৮. শাহিন আফ্রিদি (৭৮৩ পয়েন্ট)

৯. জসপ্রীত বুমরাহ (৭৭১ পয়েন্ট)

১০. জেশন হোল্ডার (৭৬৬ পয়েন্ট)

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in