ICC T-20 Rankings: শীর্ষ দশ থেকে ছিটকে গেলেন বিরাট, এক লাফে ২৭ ধাপ এগিয়ে এলেন শ্রেয়স আইয়ার

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে টানা তিনটি অর্ধশতরান করেছেন শ্রেয়স। তিন ম্যাচেই ছিলেন ব্যাট হাতে অপরাজিত। ১৭৪ স্ট্রাইক রেটে এই সিরিজে ২০৪ রান করেছেন শ্রেয়স।
বিরাট-শ্রেয়স আইয়ার
বিরাট-শ্রেয়স আইয়ারফাইল ছবি সংগৃহীত
Published on

সদ্য প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষ দশ থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা বিরাট কোহলি। দীর্ঘদিন ধরে শীর্ষ দশে থাকার পর বিরাট পতন ঘটলো টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে। ভারত অধিনায়ক রোহিত শর্মারও অবনতি ঘটেছে ব্যাটিং র‌্যাংকিংয়ে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে স্বপ্নের ফর্মে থাকা শ্রেয়স আইয়ারের ঘটলো ব্যাপক উন্নতি। এক লাফে ২৭ ধাপ এগিয়ে ১৮ নম্বরে নতুন নাইট অধিনায়ক।

নতুন র‌্যাংকিংয়ে বিরাট কোহলি রয়েছেন ১৫ নম্বর স্থানে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি বিরাট। জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তি কাটাতে ছুটিতে ছিলেন তিনি। ভারত অধিনায়ক রোহিত শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেললেও ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি। দুই ধাপ নেমে ১৩ নম্বরে রয়েছেন রোহিত। প্রথম দশের মধ্যে লোকেশ রাহুল চার ধাপ নেমে দশম স্থানে রয়েছেন।

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে টানা তিনটি অর্ধশতরান করেছেন শ্রেয়স। তিন ম্যাচেই ছিলেন ব্যাট হাতে অপরাজিত। ১৭৪ স্ট্রাইক রেটে এই সিরিজে ২০৪ রান করেছেন শ্রেয়স। তারই পুরস্কার স্বরূপ এক লাফে ২৭ ধাপ এগিয়েএসেছেন তিনি। ভূবনেশ্বর কুমার তিন ধাপ নীচে নেমে বোলারদের র‌্যাংকিং-এ ১৭ নম্বরে চলে গিয়েছেন।

শ্রীলঙ্কান ব্যাটার পথুম নিশঙ্কা ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৭৫ রানের এক অনবদ্য ইনিংস খেলেছিলেন। নতুন র‌্যাংকিংয়ে সেই ইনিংসের সৌজন্যে ছ'ধাপ এগিয়ে নবম স্থান দখল করেছেন। ব্যাটারদের র‌্যাংকিং-এর প্রথম পাঁচে কোনোরকম পরিবর্তন হয়নি। শীর্ষস্থান দখলে রেখেছেন বাবর আজম।

ব্যাটারদের র‌্যাংকিংয়ে বড় চমক দেখিয়েছেন ইউএইর ক্রিকেটার মহম্মদ ওয়াসিম। আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার 'এ' - এর ফাইনাল ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে শতরান করে অপরাজিত ছিলেন ওয়াসিম। যার সাহায্যে র‌্যাংকিং-এ ১২ নম্বর জায়গা পেলেন তিনি। কোনো ইউএই ব্যাটারের এটিই সর্বোচ্চ টি-টোয়েন্টি র‌্যাংকিং।

বিরাট-শ্রেয়স আইয়ার
ISSF: আইএসএসএফ (ISSF) বিশ্বকাপ-২০২২-এ ভারতকে প্রথম সোনা এনে দিলেন সৌরভ চৌধুরী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in