ISSF: আইএসএসএফ (ISSF) বিশ্বকাপ-২০২২-এ ভারতকে প্রথম সোনা এনে দিলেন সৌরভ চৌধুরী

স্বর্ণপদক জয়ের ম্যাচে জার্মান প্রতিপক্ষ মাইকেল স্কলডকে ১৬-৬ ব্যবধানে পরাজিত করেন এশিয়ান গেমস গোল্ড মেডেলিস্ট সৌরভ। এই নিয়ে মোট নবম বার আইএসএসএফের মঞ্চে সোনা জিতলেন তিনি।
ভারতীয় শ্যুটার সৌরভ চৌধুরি
ভারতীয় শ্যুটার সৌরভ চৌধুরিফাইল ছবি সৌরভ চৌধুরীর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

আইএসএসএফ (ISSF) বিশ্বকাপ-২০২২-এ ভারতকে প্রথম সোনা এনে দিলেন সৌরভ চৌধুরী। কায়রোতে অনুষ্ঠিত শ্যুটিং বিশ্বকাপের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে মঙ্গলবার সোনা জিতলেন সৌরভ। স্বর্ণপদক জয়ের ম্যাচে জার্মান প্রতিপক্ষ মাইকেল স্কলডকে ১৬-৬ ব্যবধানে পরাজিত করেন এশিয়ান গেমস গোল্ড মেডেলিস্ট সৌরভ। এই নিয়ে মোট নবম বার আইএসএসএফের মঞ্চে সোনা জিতলেন তিনি। যার মধ্যে ব্যক্তিগত ইভেন্টে রয়েছে তিনটি সোনা।

দশ মিটার এয়ার পিস্তলে সৌরভ সোনা এবং জার্মানির মাইকেল স্কলড জিতেছেন রূপো। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন টোকিও অলিম্পিক্সে রূপো জয়ী রাশিয়ান শ্যুটার আর্টেম চেরনোসভ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে চেরনোসভের স্কোর বোর্ডের পাশে দেশের পতাকা রাখতে দেয়নি আয়োজকরা।

শ্যুটিং বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ডে ৫৮৪ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থানে শেষ করেন সৌরভ। যুব অলিম্পিক গোল্ড মেডেলিস্ট সৌরভ সেমিফাইনালে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনালে পৌঁছান এবং মেডেল নিশ্চিত করেন।

ফাইনালে গোল্ড মেডেল জয়ের জন্য ১৬ টি শট নেয় সৌরভ। প্রতিপক্ষ জার্মান তারকাকে কার্যত পাত্তাই দেননি তিনি। ১৬-৬ ব্যবধানে জিতে সোনা গলায় ঝোলান ভারতীয় তারকা। এর আগে পর্যন্ত বিশ্বকাপে মিক্সড টিম ইভেন্টে পাঁচটি সোনা, পুরুষদের টিম ইভেন্টে একটি সোনা এবং ব্যক্তিগত ইভেন্টে দুটো সোনা জিতেছিলেন সৌরভ। এদিন সোনা জয়ের সাথে সাথেই তাঁর হাতে এলো ব্যক্তিগত তিনটি সোনা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in