ICC: টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালের আগে সুখবর ভারতীয় শিবিরে, টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থানে রোহিতরা

৭ জুন থেকে ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। তার আগে বিশ্ব র‍্যাঙ্কিং-এ শীর্ষে আসা যে কোনো দলের জন্যই খুশির খবর। অস্ট্রেলিয়াকে টপকে প্রথম স্থান দখল করল রোহিতরা।
ICC টেস্ট র‍্যাঙ্কিং-এ টিম ইন্ডিয়া
ICC টেস্ট র‍্যাঙ্কিং-এ টিম ইন্ডিয়াছবি - ICC-র ট্যুইটার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালের আগে খুশির খবর ভারতীয় ক্রিকেট দলে। সদ্য প্রকাশিত আইসিসি (ICC) টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থানে উঠে এলো টিম ইন্ডিয়া। বিশেষজ্ঞদের মতে ফাইনালের আগে যা অ্যাডভান্টেজে রাখবে রোহিতদের।

৭ জুন থেকে ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। তার আগে বিশ্ব র‍্যাঙ্কিং-এ শীর্ষে আসা যে কোনো দলের জন্যই খুশির খবর। অস্ট্রেলিয়াকে টপকে প্রথম স্থান দখল করল রোহিতরা। এই র‍্যাঙ্কিং-র কিছু নিয়মের ভিত্তিতে তৈরি হয়েছে।

আইসিসি সূত্রে জানা যাচ্ছে, ২০২০ সালের মে থেকে ২০২২ সালের মে মাস পর্যন্ত প্রতিটি দলের অর্জন করা রেটিং পয়েন্টের অর্ধেক এবং ২০২২ সালের মে মাসের পরবর্তী আজ পর্যন্ত অর্জিত রেটিং পয়েন্টের ১০০ শতাংশ নিয়ে তালিকা তৈরি করা হয়েছে। ফলে ঘরের মাঠে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় কোনো কাজে এলো না অস্ট্রেলিয়ার। আবার ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের রেটিং পয়েন্ট অর্ধেক হয়েছে। তাতেই বাজিমাত টিম ইন্ডিয়ার।

এর আগে টানা ১৫ মাস শীর্ষ স্থান দখল করে রেখেছিল অস্ট্রেলিয়া। বর্তমান টেস্ট তালিকা অনুযায়ী ভারত ২৫ ম্যাচ খেলে ৩,০৩১ পয়েন্ট সংগ্রহ করেছে। রেটিং ১২১। অস্ট্রেলিয়ার রেটিং ১১৬, পয়েন্ট ২৬৭৯ এবং ম্যাচ খেলেছে ২৩টি। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড (ম্যাচ ৩৬, পয়েন্ট ৪,১০৩, রেটিং ১১৪)। চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা (ম্যাচ ২১, পয়েন্ট ২,১৮২ এবং রেটিং ১০৪)। নিউজিল্যান্ড রয়েছে পঞ্চম স্থানে (ম্যাচ ২৩, পয়েন্ট ২,২৯১ এবং রেটিং ১০০)। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান রয়েছে ষষ্ঠ স্থানে (ম্যাচ ২২, পয়েন্ট ১,৯০২ এবং রেটিং ৮৬)।

পাশাপাশি টি-২০ বিশ্ব র‍্যাঙ্কিং-এ ৫২ ম্যাচ খেলে ২৬৭ রেটিং নিয়ে শীর্ষ স্থানে রয়েছে ভারত। একদিনের ফরম্যাটে ৪৭ ম্যাচ খেলে ১১৩ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে আছে অস্ট্রেলিয়া।

ICC টেস্ট র‍্যাঙ্কিং-এ টিম ইন্ডিয়া
টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল ও অ্যাশেজের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, স্কোয়াডে ফিরলেন ওয়ার্নার
ICC টেস্ট র‍্যাঙ্কিং-এ টিম ইন্ডিয়া
IPL 2023: স্যামসনের গ্লাভস লেগে পড়েছিল বেল! রোহিতের আউট ঘিরে বিতর্ক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in