টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল ও অ্যাশেজের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, স্কোয়াডে ফিরলেন ওয়ার্নার

চার বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেয়েছেন মিচেল মার্শ। তিনি ২০১৯ সালে শেষ টেস্ট খেলেছিলেন। মার্শ ইনজুরিতে পড়লে তাঁর বদলি হিসেবে নেওয়া হবে ক্যামেরন গ্রিনকে।
টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল ও অ্যাশেজের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, স্কোয়াডে ফিরলেন ওয়ার্নার
ছবি - ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইট

আসন্ন অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্ট এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৭ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন ডেভিড ওয়ার্নার। সম্প্রতি দেশের জার্সিতে ব্যাট হাতে ছন্দে নেই ওয়ার্নার। প্রশ্ন উঠেছিল ওয়ার্নারের দিন কি তবে শেষ? তারকা ওপেনার নিজেও ক্যারিয়ার বাঁচানোর জন্য লড়াই করছিলেন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া ভরসা রাখলো ওয়ার্নারের ওপর। চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালস জয়ের মুখ না দেখতে পেলেও রান করে চলেছেন ওয়ার্নার।

ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছিলেন পিটার হ্যান্ডসকম্ব। বর্তমানে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন তিনি। সেই হ্যান্ডসকম্বের অবশ্য জায়গা হয়নি দলে। চার বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেয়েছেন মিচেল মার্শ। তিনি ২০১৯ সালে শেষ টেস্ট খেলেছিলেন। মার্শ ইনজুরিতে পড়লে তাঁর বদলি হিসেবে নেওয়া হবে ক্যামেরন গ্রিনকে।

উইকেটকিপার অ্যালেক্স ক্যারির ব্যাক-আপ হিসেবে ইংল্যান্ড উড়ে যাবেন জশ ইংলিশ। তিনিই এই স্কোয়াডে একমাত্র আন ক্যাপড খেলোয়াড়। এছাড়াও ব্যাক আপ ব্যাটার হিসেবে থাকছেন মার্কাস হ্যারিস এবং ম্যাট রেনশ।

ভারত সফরে আসা ম্যাথিউ কুনম্যান, অ্যাস্টন অ্যাগার এবং মিচেল সুইপসনকে এই দলে রাখা হয়নি। স্পিনার হিসেবে নাথান লিওনের সঙ্গে খেলবেন টড মার্ফি।

৭ ই জুন থেকে ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। ভারতের বিপক্ষে এই ফাইনাল খেলার পরেই ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে যথাক্রমে এজবাস্টন, লর্ডস, হেডিংলে, ওল্ড ট্র্যাফোর্ড এবং ওভালে।

অস্ট্রেলিয়ার স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, মার্ক হ্যারিস, জোশ হ্যাজলউড, ট্রেভিস হেড, জোশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশান, নাথান লিয়ন, মিচেল মার্শ, টড মার্ফি, ম্যাথিউ রেনশ, স্টিভ স্মিথ (সহ- অধিনায়ক), মিচেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নার।

টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল ও অ্যাশেজের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, স্কোয়াডে ফিরলেন ওয়ার্নার
BCCI: চুক্তির থেকে একটি ম্যাচ বেশি সম্প্রচার, স্টারকে ৭৮.৯০ কোটি টাকা ছাড় দিল বিসিসিআই

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in