Lionel Messi: 'ক্যারিয়ারের শেষে বার্সেলোনাতেই ফিরব' - মেসি

'এলএম ১০' প্রায়শই বলে থাকেন, ছেলেবেলা থেকে বড় হয়ে ওঠা যে ক্লাবের হাত ধরে, সেই বার্সেলোনাতে ফিরতে চান তিনি।
 লিওনেল মেসি
লিওনেল মেসিছবি - রয় নেইমারের ট্যুইটার হ্যান্ডেল

বিশ্ব ফুটবলে সম্ভাব্য সবকিছুই জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তী লিওনেল মেসি। বহু প্রতিক্ষিত বিশ্বকাপের সোনালী ট্রফিও তাঁর হাতে উঠেছে কাতারে। বর্তমানে প্যারিস সাঁ জার্মেইনের হয়ে দাপট দেখিয়ে চলেছেন মেসি। তবে আর্জেন্টাইন কিংবদন্তীকে কি ফের দেখা যাবে বার্সেলোনায়? 'এলএম ১০' প্রায়শই বলে থাকেন, ছেলেবেলা থেকে বড় হয়ে ওঠা যে ক্লাবের হাত ধরে, সেই বার্সেলোনাতে ফিরতে চান তিনি। যদিও এখনও নিশ্চিত নয় যে আর্জেন্টাইন মহাতারকা কাতালানদের হয়ে আবার খেলবেন কিনা। তবে অনুমান করা হচ্ছে তিনি তাঁর ক্যারিয়ারের ইতি টানার পর অবশ্যই বার্সেলোনায় যোগ দেবেন নতুন কোনো ভূমিকায়।

দারিও ওলের সাথে একটি সাক্ষাৎকারে মেসি নিশ্চিত করেছেন যে তাঁর খেলার দিন শেষ হওয়ার পরে বার্সেলোনায় আবার যোগ দিতে চান তিনি। তিনি বলেন, "আমি যখন আমার ক্যারিয়ার শেষ করব, আমি বার্সেলোনায় ফিরে যাব, ওটা আমার বাড়ি।"

পাশাপাশি মেসি এই সাক্ষাৎকারে জানান তিনি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা। তিনি বলেন, "বয়সের জন্য ২০২৬ বিশ্বকাপ খেলা বেশ কঠিন হয়ে উঠবে। আমি ফুটবল খেলতে ভালোবাসি। যতক্ষণ আমি অনুভব করব আমি ভালো অবস্থায় আছি এবং খেলা উপভোগ করছি, ততক্ষণ আমি খেলা চালিয়ে যাব। পরবর্তী বিশ্বকাপ এখনও অনেকটাই দেরি। তবে আমি খেলব কিনা তা এখনই নিশ্চিত নয়। আমার ফিটনেস কতটা থাকবে তার উপর নির্ভর করবে।"

২০২২ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ফ্রান্সকে পরাজিত করায় মেসি আন্তর্জাতিক ফুটবলের 'সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি' জিতে নিজের বৃত্ত সম্পন্ন করেছেন। সম্প্রতি লিগ ওয়ানে মঁপেইয়ের বিরুদ্ধে গোল করে ইউরোপের সবচেয়ে বেশি গোলদাতা(৬৯৭) হয়েছেন তিনি। টপকেছেন ক্রিশ্চিয়ানো রোনান্ডোকে।

 লিওনেল মেসি
মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বিশ্বকাপজয়ী ফরাসি তারকার!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in