Hugo Lloris: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক

২০১৮ সালে লরিসের অধিনায়কত্বেই দুই দশক পর নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলেছিল ফ্রান্স। তাঁর অধিনায়কত্বেই কাতার বিশ্বকাপে রানার্স আপ হয়েছে দেশঁ বাহিনী।
হুগো লরিস
হুগো লরিসফাইল চিত্র

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিস। সোমবার নিজের অবসরের ঘোষণা করলেন ৩৬ বর্ষীয় টটেনহ্যাম হটস্পারের গোলরক্ষক। ২০১৮ সালে লরিসের অধিনায়কত্বেই দুই দশক পর নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলেছিল ফ্রান্স। তাঁর অধিনায়কত্বেই কাতার বিশ্বকাপে রানার্স আপ হয়েছে দেশঁ বাহিনী। ফ্রান্সের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে।

টানা ১৪ বছর ফ্রান্সের গোল বারের নীচে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা লরিস বলেন, এটাই বিদায় নেওয়ার সেরা সময়। আন্তর্জাতিক ফুটবল ফিরবে মার্চ মাসে। তার আগে পরিবর্ত গোলকিপার বেছে নেওয়ার সময় পাবেন কোচ।

লরাঁ ব্লাঁর হাত থেকে আর্মব্যান্ড তুলে নেওয়ার পর ২০১২ সাল থেকে লেস ব্লুজদের অধিনায়কত্ব সামলেছেন লরিস। ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির ছিল লিলিয়ান থুরামের। তিনি ১৪২ ম্যাচ খেলেছিলেন ফ্রান্সের হয়ে। কাতার বিশ্বকাপে সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছেন লরিস। মোট ১৪৫ ম্যাচ খেলে অবসর ঘোষণা করলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ফরাসী গোলরক্ষক খেলা চালিয়ে যাবেন টটেনহ্যামের হয়ে।

২০০৮ সালে উরুগুয়ের বিপক্ষে এক প্রীতি ম্যাচ দিয়ে ২১ বছর বয়সী লরিস তাঁর ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন। ২০১০ সালের বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল ফ্রান্সের। সেই দলের মধ্যে একমাত্র তিনিই পরবর্তীতে খেলেছেন। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন।

লরিস অবসর প্রসঙ্গে এক নামী ফরাসী সংবাদমাধ্যমকে বলেন, "একটা সময় সরে যেতে হয়। বরাবরই একটা কথা বলে আসছি, ফ্রান্স ফুটবল দল কোনও ব্যক্তিকেন্দ্রিক দল নয়। আমার জায়গা নেওয়ার জন্য একজন গোলকিপার প্রস্তুত রয়েছে। নিজের জন্যও একটু সময় প্রয়োজন। পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই। দীর্ঘ ১৪ বছরের বেশি সময় জাতীয় দলে খেলতে পেরেছি, এটা সহজ বিষয় নয়।"

হুগো লরিস
দেশঁতেই ভরসা, আরও তিন বছর এমবাপ্পেদের দায়িত্ব থাকবেন বিশ্বকাপজয়ী ফরাসি কোচ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in