East Bengal: ৭ বছর পরে ইস্টবেঙ্গলে ফিরছেন এই ভারতীয় তারকা ফুটবলার!
দীর্ঘ ৭ বছর পরে ইস্টবেঙ্গলে ফিরছেন হরমনজোৎ সিং খাবরা। দীর্ঘদিন লাল হলুদ জার্সিতে দাপটের সঙ্গে খেলেছেন এই ফুটবলার। ইস্টবেঙ্গলের পরে চেন্নাইয়ন এফসি, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্সে খেলেন তিনি। এবার পাঞ্জাবের এই ফুটবলার ফের লাল হলুদে।
ইতিমধ্যেই খাবরার কাছে চুক্তিপত্র গেছে। আগামী কলকাতা লিগ আর আইএসএলে খেলবেন তিনি। গোলকিপার হিসেবে মহম্মদ নাওয়াজ আর প্রভসুখন গিলকে নিতে পারে শতবর্ষ প্রাচীন ক্লাব। রহিম আলিকে নিতে বিশাল ট্রান্সফার ফ্রি দিতে হলেও সেটা দিতে রাজি ইস্টবেঙ্গল কর্তারা।
অন্যদিকে, নতুন করে দলগঠনের আগে ১১ জন ফুটবলারকে ছেঁটে ফেলল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল দল গড়তে শুরু করলেও, এখনও পর্যন্ত বড় কোনও নাম ঘোষণা করেনি তারা। বিভিন্ন দল নতুন ফুটবলারদের নাম ঘোষণা করছে। এদিকে, কোচ এবং সহকারী কোচদের নাম ঘোষণা করেই বসে রয়েছে লাল-হলুদ ক্লাব। এই পরিস্থিতিতে ১১ জন ছাঁটাই করা খেলোয়াড়ের তালিকা প্রকাশ করা হয়েছে।
ওই তালিকায় নাম রয়েছে জেরি লালরিনজুয়ালা, অ্যালেক্স লিমা, চারালাম্বোস কিরিয়াকু, সেম্বোই হাওকিপ, সুমিত পাসি, জেক জার্ভিস, জর্ডন ডোহার্টি, শুভম সেন, নবীন কুমার, অমরজিৎ সিং কিয়াম ও হিমাংশু জাংড়াদের। ইস্টবেঙ্গলের এই তালিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন সমর্থকরা। জেরি, কিরিয়াকুদের আর একটু সময় দেওয়া উচিত ছিল বলে মনে করছেন অনেকে।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

