Harmanpreet Kaur: বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে T20-তে অনন্য নজির হরমনপ্রীত কৌরের

বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ১৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি। পুরুষ অথবা মহিলা, বিশ্বের কোনো দেশের আর কোনও ক্রিকেটারের দখলে নেই এই রেকর্ড।
হরমনপ্রীত কৌর
হরমনপ্রীত কৌরছবি সৌজন্যে - হরমনপ্রীতের ট্যুইটার হ্যান্ডেল

আয়ারল্যান্ডের বিপক্ষে টস করতে নেমেই বড় মাইলফলক স্পর্শ করলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ১৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি। পুরুষ অথবা মহিলা, বিশ্বের কোনো দেশের আর কোনও ক্রিকেটারের দখলে নেই এই রেকর্ড।

টসের পর হরমনপ্রীত বলেন, "এটা (১৫০ টি-টোয়েন্টি খেলা) মানে অনেক কিছু, আমি আমার সতীর্থদের কাছ থেকে একটি আবেগপূর্ণ বার্তা পেয়েছি। বিসিসিআই এবং আইসিসিকে ধন্যবাদ, এতগুলো ম্যাচ খেলতে পেরেছি।"

পুরুষদের ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ভারতের রোহিত শর্মা। ১৪৮ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রোহিত। মহিলাদের ক্রিকেটে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস। ১৪৩ টি ম্যাচ খেলেছেন সুজি। ১১৫ টি ম্যাচ খেলে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের স্মৃতি মন্ধনা।

আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন হরমনপ্রীত। চলতি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জিতলেও তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হার মানতে হয় টিম ইন্ডিয়াকে। সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করতে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলতেই হবে টিম ইন্ডিয়াকে।প্রতিবেদন লেখা পর্যন্ত, প্রথম দফায় ব্যাট করতে নেমে ৮ ওভারে ৫৩ রান সংগ্রহ করেছে ভারত। একটিও উইকেট পড়েনি। ওপেনিং জুটিই এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে। ২৬ বলে ৩২* রানে ব্যাট করছেন স্মৃতি মন্ধনা। অপর ওপেনার শেফালি ভার্মা অবশ্য মন্থর গতিতে চলেছেন। ২২ বলে ১৮* রানে ব্যাট করছেন তিনি।

হরমনপ্রীত কৌর
IND vs AUS: 'আমি বিস্মিত নই' - অস্ট্রেলিয়ার হারের কারণ তুলে ধরে মন্তব্য মাইকেল ক্লার্কের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in