IND vs AUS: 'আমি বিস্মিত নই' - অস্ট্রেলিয়ার হারের কারণ তুলে ধরে মন্তব্য মাইকেল ক্লার্কের

স্পিন-বান্ধব পরিস্থিতিতে কীভাবে ব্যাট করতে হয় তা অস্ট্রেলিয়ার ভারতের কাছ থেকে শেখা উচিত ছিল। কিন্তু আমাদের ক্রিকেটাররা সেদিকে মনোনিবেশ করেনি।
মাইকেল ক্লার্ক
মাইকেল ক্লার্কছবি - মাইকেল ক্লার্কের ট্যুইটার হ্যান্ডেল

বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম দুই টেস্ট হেরে ব্যাকফুটে অস্ট্রেলিয়া। কিন্তু অজিদের এই ভরাডুবিতে মোটেও বিস্মিত নন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। হারের কারণ হিসেবে টিম ম্যানেজমেন্টের এক মস্ত ভুলকেই তুলে ধরেছেন তিনি। পাশাপাশি, স্পিনারদের বিপক্ষে অজি ব্যাটারদের টেকনিক নিয়েও কথা বলেছেন তিনি।

ক্লার্ক জানান, ভারতে এসে একটিও প্রস্তুতি ম্যাচ না খেলাই ছিল প্যাট কামিন্সদের বড় ভুল। বিগ স্পোর্টস ব্রেকফাস্টে ক্লার্ক বলেন, "যা দেখছি তাতে আমি মোটেও বিস্মিত নই। কারণ আমরা কোনও প্রস্তুতি ম্যাচই খেলিনি। এটা বড়, বড়, বড় ভুল। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ওদের অন্তত একটি অনুশীলন ম্যাচ খেলা উচিত ছিল।"

ক্লার্কের কথায় প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ান ব্যাটারদের টপ কোয়ালিটির স্পিন খেলতে না পারার বিষয়টি পুরোপুরি ফুটে উঠেছে। দিল্লি টেস্ট এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এছাড়া, হারের আরও একটি বড় কারণ হিসেবে ক্লার্ক বলেছেন ওপেনার হিসেবে প্রথম থেকে ট্রাভিস হেডকে না খেলানো।

ক্লার্ক বলেন, "শট নির্বাচনেও ওদের মস্ত গলদ রয়েছে। ইনিংসের শুরুতে সুইপ শট খেলা কখনই উচিত নয়। ওটা সুইপ খেলার আদর্শ সময় নয়। স্পিনের বিরুদ্ধে ইনিংসের শুরুতে রিভার্স সুইপ খেলার কথা তো কোনওভাবেই ভাবা উচিত নয়।"

এছাড়াও, ক্লার্ক বলেন, স্পিন-বান্ধব পরিস্থিতিতে কীভাবে ব্যাট করতে হয় তা অস্ট্রেলিয়ার ভারতের কাছ থেকে শেখা উচিত ছিল। কিন্তু আমাদের ক্রিকেটাররা সেদিকে মনোনিবেশ করেনি। ৬০ রানে ১ উইকেট ছিল। অস্ট্রেলিয়া ৫২ রানে নাটকীয়ভাবে ৯ উইকেট হারায়। ২০০ রান স্কোর বোর্ডে থাকলে আমরা জয়ের জন্য লড়তে পারতাম।"

মাইকেল ক্লার্ক
IND vs AUS: শেষ দুই টেস্টের জন্য দল ঘোষণা ভারতের, প্রথম ODI ম্যাচ খেলবেন না রোহিত

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in