Hardik Pandya: ছন্দে নেই হার্দিক, টি-২০ বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন তারকা

People's Reporter: শুধু বলই না ব্যাটিং-র দিক দিয়েও হার্দিকের খেলায় খুশি নন নির্বাচকরা। ৬ ম্যাচে ১৩১ রান করেছেন তিনি। গড় ২৬.২০।
হার্দিক পাণ্ডিয়া
হার্দিক পাণ্ডিয়াছবি - মুম্বই ইন্ডিয়ান্স
Published on

ছন্দে নেই হার্দিক পাণ্ডিয়া। আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন তিনি। এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।

সূত্রের খবর, আইপিএল চলাকালীনই অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর মুম্বইয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকেই নাকি হার্দিক পাণ্ডিয়ার নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন নির্বাচক কমিটি। বলা হয় টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পেতে হলে হার্দিককে বোলিং-র ওপর জোর দিতে হবে। কিন্তু চলতি আইপিএলে বিভিন্ন ওভারে বল করতে এলেও সাফল্য পাননি তিনি। ফলে আসন্ন টি-২০ বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়লেও পড়তে পারেন তিনি।

রোহিত শর্মাকে সরিয়ে মুম্বইয়ের অধিনায়ক করা হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। তারপর থেকেই সমালোচনার শিকার হচ্ছেন এই তারকা অলরাউন্ডার। এই মরসুমে এখনও পর্যন্ত পাওয়ার প্লে-তে ৪ ওভার বল করেছেন হার্দিক। রান দিয়েছেন ৪৪। ডেথ ওভারে বল করেছেন ১ ওভার। সেই ওভারে রান দিয়েছিলেন ২৬। ছক্কার হ্যাটট্রিক করেছিলেন ধোনি। আর মিডল ওভারে ৬ ওভার বলে করে রান দিয়েছেন ৬২।

শুধু বলই না ব্যাটিং-র দিক দিয়েও হার্দিকের খেলায় খুশি নন নির্বাচকরা। ৬ ম্যাচে ১৩১ রান করেছেন তিনি। গড় ২৬.২০। হার্দিকের মতো ব্যাটারের কাছ থেকে এই ধরণের পারফর্ম্যান্স আশা করে না বোর্ড।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ হার্দিককে বাদ দিয়ে টি-২০ দলে কোন কোন প্লেয়ারের জায়গা হতে পারে তা বলেছিলেন। তাঁর অন্যতম পছন্দের ছিলেন শিবম দুবে। তিনি বলেছিলেন, 'স্পিনারদের বিরুদ্ধে শিবম দুবে দারুণ খেলছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেরা ব্যাটার হিসেবে সূর্যকে রাখা হবে এবং ব্যতিক্রমী ফিনিশিং-র ক্ষমতা রয়েছে রিঙ্কু সিং-র। এটা খুব ভালো হবে যদি টি-২০ বিশ্বকাপের প্রথম একাদশেই এই তিন ব্যাটারকে সুযোগ দেওয়া হয়।"

হার্দিকের বিকল্প হিসেবে চেন্নাইয়ের ব্যাটার শিবম দুবের নাম শোনা গেলেও তা এখনও চূড়ান্ত নয়। কারণ শিবম দুবে অলরাউন্ডার হলেও এখনও পর্যন্ত আইপিএল-এ বল করেননি। ফলে ব্যাটিং-র পাশাপাশি বোলিং বিভাগটাও দেখতে চাইছে বিসিসিআই।

হার্দিক পাণ্ডিয়া
IPL 2024: অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫ জনের ৪ জনই ভারতীয়! শীর্ষে বিরাট
হার্দিক পাণ্ডিয়া
IPL 2024: গ্যালারিতে বসে রেকর্ড দর্শকদের! গলার জোরে চেন্নাইকে টপকে গেলো মুম্বই

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in