IPL 2024: অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫ জনের ৪ জনই ভারতীয়! শীর্ষে বিরাট

People's Reporter: অরেঞ্জ ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। ২৮৪ রান করেছেন তিনি।
বিরাট কোহলি
বিরাট কোহলিছবি - আরসিবির ফেসবুক পেজ

ম্যাচ হারলেও অরেঞ্জ ক্যাপ নিজের দখলেই রাখলেন বিরাট কোহলি। মঙ্গলবার ম্যাচে ২০ বলে ৪২ রান করেন তিনি। যার সুবাদে বর্তমানে ৩৬১ রান করে অরেঞ্জ ক্যাপ দৌড়ে শীর্ষেই থাকলেন তিনি।

সকলেই জানেন আইপিএলে সর্বাধিক রানের মালিক অরেঞ্জ ক্যাপ পরতে পারেন। বিরাট কোহলি সেই তালিকায় শীর্ষে আছেন। ৭ ইনিংসে ১৪৭ স্ট্রাইক রেট নিয়ে ৩৬১ রান করেছেন তিনি। বিরাটের স্ট্রাইক রেট নিয়ে (আইপিএল-এ) বরাবরই সমালোচনা হয়। সেই কারণে গতকাল ব্যাট করতে নেমেই ঝড় তোলেন তিনি। কিন্তু ২০ বলে ৪২ রান করেই ফিরতে হয় তাঁকে। তখনই বিরক্তি প্রকাশ করতে দেখা যায় কোহলিকে।

অরেঞ্জ ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। ৩১৮ রান করেছেন তিনি। তৃতীয় স্থানে আছেন কলকাতার সুনীল নারিন। ৬ ম্যাচে তাঁর রান ২৭৬। চতুর্থ স্থানে আছেন রজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনি করেছেন ২৭৬ রান। ৬ ম্যাচে ২৬১ রান করে পঞ্চম স্থানে রোহিত শর্মা।

অন্যদিকে পার্পল ক্যাপের (সর্বাধিক উইকেট শিকারি) শীর্ষে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। রাজস্থানের স্পিনারের দখলে রয়েছে ১২টি উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন জসপ্রীত বুমরাহ। এখনও পর্যন্ত তিনি পেয়েছেন ১০টি উইকেট। ১০ উইকেট নিয়ে তৃতীয় স্থানে চেন্নাইয়ের মুস্তাফিজুর রহমান।

বিরাট কোহলি
IPL 2024: নিজেদের রেকর্ড ভেঙে আইপিএল-এ ইতিহাস সৃষ্টি হায়দরাবাদের!
বিরাট কোহলি
ISL 2023-24: স্বপ্নপূরণ সবুজ-মেরুনের, যুবভারতীতে মুম্বইকে ২ গোল দিয়ে লিগ শিল্ড জয় মোহনবাগানের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in