

অবসর নিলেন ত্রিপুরার তারকা জিমন্যাস্ট দীপা কর্মকার। ২০১৬ সালের রিও অলিম্পিক্সে প্রদুনোভা ইভেন্টে চতুর্থ হন তিনি। অল্পের জন্য পদক হাতছাড়া হয়।
এরপর টানা চোট ভোগায় দীপাকে। ডোপিংয়ের অভিযোগে নির্বাসনেও যান ভারতের এই অন্যতম সেরা জিমন্যাস্টিক্স তারকা। যদিও এবছর এশিয়ান চ্যাম্পিয়নশিপের ভল্ট থেকে সোনা এনেছেন। তবুও প্যারিস অলিম্পিক্সে জায়গা পাননি।
পরের অলিম্পিক্সে তাঁর বয়স হবে ৩৫। যা একজন জিমন্যাস্টিক্স খেলোয়াড়ের পক্ষে অনেক। সেই কারণেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। দীপা নিজের আবেগঘন বার্তায় বলেন, ‘অবসরের সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না। অনেক ভেবেচিন্তে নিলাম। এটাই সেরা সময়। জিমন্যাস্টিক্স থেকে অবসর নিচ্ছি। এই ক’বছরে দেশের হয়ে পারফর্ম করা আমার কাছে সবচেয়ে তৃপ্তির বিষয় ছিল। যতটা সুযোগ পেয়েছি, কাজে লাগানোর চেষ্টা করেছি।'
তিনি আরও জানান, 'আমার পায়ের পাতা ফ্ল্যাট। অনেকেই বলেছিলেন, এরকম পা নিয়ে জিমন্যাস্ট হওয়া যায় না। আমি লোককে ভুল প্রমাণ করতে পেরেছিলাম। যে স্বপ্ন আমি দেখেছি, সেটা পূরণ করতে পেরেছি।' তবে দীপার কোচ বিশ্বেস্বর নন্দীর এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাঁর অবসর নিয়ে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন