এশিয়ান কাপের আগে ভারতের টানা ম্যাচ খেলাকে স্বাগত জানালেন গুরপ্রীত

গুরপ্রীত সিং বলেন, খুব ভালো পরিকাঠামো ছিল আমাদের প্রস্তুতি শিবিরে। টানা ম্যাচ খেলতে পারলে আমাদেরই সুবিধা হবে।
এশিয়ান কাপের আগে ভারতের টানা ম্যাচ খেলাকে স্বাগত জানালেন গুরপ্রীত
ছবি - গুরপ্রীতের ফেসবুক পেজ

আগামী বছর ভারতীয় ফুটবল দলের কাছে বড় পরীক্ষা। কাতারে এশিয়ান কাপে নিজেদের প্রমাণ করার মঞ্চ। সেই টার্গেট নিয়ে ভুবনেশ্বরে প্রস্তুতি শিবির সেরে নিলো ভারতীয় দল। এছাড়া পরপর প্রস্তুতি ম্যাচও রয়েছে টিম ইন্ডিয়ার। এই শিবির নিয়ে বেশ উচ্ছ্বসিত দলের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু।

গুরপ্রীত সিং বলেন, খুব ভালো পরিকাঠামো ছিল আমাদের প্রস্তুতি শিবিরে। টানা ম্যাচ খেলতে পারলে আমাদেরই সুবিধা হবে। আগামী কয়েক মাসে আমরা (ভারতীয় দল) পরপর ম্যাচ খেলবো, যা বোধহয় আগে কখনও হয়নি। ব্যক্তিগত ভাবে আমি এই নিয়ে যথেষ্ট খুশি। এশিয়ান কাপের মতো টুর্নামেন্টগুলো সবসময়ই বড় চ্যালেঞ্জ। এর ফলে আমাদের দক্ষতার ধার বাড়বে এবং ভালো দলগুলোর বিরুদ্ধে আমরা ভালো খেলতে পারবো। এমনকি, হয়তো তাদের হারাতেও পারি”।

এশিয়ান কাপের মতো টুর্নামেন্টে ভালো ফল করতে গেলে এই ধরনের প্রস্তুতিই প্রয়োজন বলে মনে করেন ভারতীয় গোলকিপার। তিনি বলেন, “এশিয়ান কাপ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আমাদের যত ম্যাচ খেলার সুযোগ আসবে, তত ম্যাচ খেলতে হবে। তা হলে দলের খেলোয়াড়রা বারবার একত্র হতে পারবে। একে অপরের সঙ্গে বেশি সময় কাটাতে পারবে। আমরা দল হিসেবে নিজেদের আরও উন্নত করে তুলতে পারবো”।

ভারতীয় দলের খেলোয়াড়দের মধ্যে যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে বলে জানান গুরপ্রীত। এই প্রসঙ্গে তিনি বলেন, “দলের ছেলেদের মধ্যে সম্পর্ক খুবই ভালো। নিজেদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে ঠিকই। কিন্তু আমরা একে অপরের দাদা-ভাইয়ের মতো। দেশের হয়ে খেলা বিরাট সন্মানের। যখনই প্রয়োজন পড়ে, তখনই আমরা একে অপরকে সাহায্য করি। দলের মধ্যে এই স্পিরিট না থাকলে চলবে না। শুধু মাঠে থাকা নয়, আমরা প্রত্যেকেই দলের জয় দেখতে চাই”।

এশিয়ান কাপের আগে ভারতের টানা ম্যাচ খেলাকে স্বাগত জানালেন গুরপ্রীত
Sunil Chhetri: নিজের উত্তরসূরীকে বেছে নিলেন সুনীল ছেত্রী!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in