FIFA World Cup 22: ছাপিয়ে গেলেন থিয়েরি অঁরিকে, ফ্রান্সের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জিরু

জিরুর পর ফ্রান্সের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন থিয়েরি অঁরি। তাঁর গোলসংখ্যা ৫১ টি। তৃতীয় স্থানে রয়েছেন আঁতোয়া গ্রিজম্যান।
অলিভিয়ের জিরু
অলিভিয়ের জিরুছবি - UEFA EURO 2024-র ফেসবুক পেজ

পোল্যান্ডকে হারিয়ে নবম বারের মতো বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। রবার্ট লেভনডস্কিদের ৩-১ গোলে হারিয়েছে কিলিয়ান এমবাপ্পেরা। শেষ ষোলোর এই ম্যাচে প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের বাড়ানো পাস থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন অলিভিয়ের জিরু। আর এই গোলের সাথে সাথেই দেশের হয়ে রেকর্ড গড়েছেন ফরাসি স্ট্রাইকার। ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গিয়েছেন তিনি।

চলতি কাতার বিশ্বকাপে জিরুর গোলসংখ্যা ৩। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে তিনি স্পর্শ করেছিলেন ফরাসি লেজেন্ড থিয়েরি অঁরিকে। শেষ ষোলোর ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে গোল করে অঁরিকে ছাপিয়ে গেলেন তিনি। ফ্রান্সের জার্সিতে ৫২ টি গোলের মালিক এখন জিরু।

জিরুর পর ফ্রান্সের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন থিয়েরি অঁরি। তাঁর গোলসংখ্যা ৫১ টি। তৃতীয় স্থানে রয়েছেন আঁতোয়া গ্রিজম্যান। গ্রিজম্যান ফ্রান্সের জার্সিতে এখনও পর্যন্ত ৪২ টি গোল করেছেন। চতুর্থ স্থানে রয়েছেন মিশেল প্লাতিনি (৪১) এবং পঞ্চম স্থানে করিম বেনজেমা (৩৭)।

গতকাল পোলিশদের বিপক্ষে ফ্রান্সের হয়ে প্রথম গোলের মুখ খোলেন জিরু। ম্যাচের ৪৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন এসি মিলানের এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের সব রঙ কেড়ে নেন কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত দুটি গোল এসেছে তাঁর পা থেকে। পোল্যান্ডের হয়ে এই ম্যাচে পেনাল্টি থেকে একটি মাত্র গোল করেন রবার্ট লেভনডস্কি। সম্ভবত নিজের শেষ বিশ্বকাপ ম্যাচের শেষ শটটা গোল দিয়েই শেষ করলেন রবার্ট লেভানডস্কি।

অলিভিয়ের জিরু
FIFA World Cup 22: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার জয়ের রাতে 'ম্যাজিশিয়ান' মেসির যত কীর্তি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in