পিভি সিন্ধু, কিদম্বী শ্রীকান্ত
পিভি সিন্ধু, কিদম্বী শ্রীকান্তফাইল ছবি সংগৃহীত

German Open: কোয়ার্টার ফাইনালে শ্রীকান্ত, দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন সিন্ধু, সাইনা

জার্মান ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে কিদাম্বী শ্রীকান্ত। বিশ্ব চ্যাম্পিয়নশীপে রূপো জয়ী শ্রীকান্ত চীনের লু গুয়াং জুর বিরুদ্ধে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছান।

জার্মান ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন কিদাম্বী শ্রীকান্ত। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নশীপে রূপো জয়ী শ্রীকান্ত চীনের লু গুয়াং জুর বিরুদ্ধে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছান। তবে একইদিনে হেরে বিদায় নিলেন ভারতের দুই মহিলা শাটলার পিভি সিন্ধু এবং সাইনা নেহওয়াল।

হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর শ্রীকান্ত চীনের লু গুয়াং জুর বিরুদ্ধে শেষ হাসি হাসেন। প্রথম সেটে শ্রীকান্ত এগিয়ে থাকলেও দ্বিতীয় সেটে সমতা ফিরে পান চীনা প্রতিপক্ষ। তবে তৃতীয় সেটে চীনা প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টারের টিকিট পান অষ্টম বাছাই ভারতীয় শাটলার। ম্যাচের ফলাফল শ্রীকান্তের পক্ষে ২১-১৬, ২১-২৩, ২১-১৮। কোয়ার্টার ফাইনালে শ্রীকান্তের সামনে কঠিন চ্যালেঞ্জ। পরের রাউন্ডে শ্রীকান্ত মুখোমুখি হবেন অলিম্পিক্সে স্বর্ণপদক জয়ী ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন।

একইদিনে দুই বারের অলিম্পিক্স পদক জয়ী পিভি সিন্ধু চীনের জাং ই মানের কাছে হেরে যান। ৫৫ মিনিটের লড়াইয়ে জাং ই মান ২১-১৪, ১৫-২১, ২১-১৪ ব্যবধানে হারান ২০১৯ সালে এই টুর্নামেন্ট বিজেতা সিন্ধুকে।

ছিটকে গিয়েছেন ভারতের অপর তারকা শাটলার সাইনা নেহওয়ালও। চোট কাটিয়ে ওঠা সাইনাকে স্ট্রেট সেটে হারান অষ্টম বাছাই থাই রাচানক। খেলার ফলাফল রাচানকের পক্ষে ২১-১০, ২১-১৫।

পিভি সিন্ধু, কিদম্বী শ্রীকান্ত
অ্যাব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা ব্রিটিশ সরকারের, বিক্রি করতে পারবেন না চেলসি, বিরাট ক্ষতি ব্লুজদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in