

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। নির্বাচকদের ওপর বেজায় চটেছেন দেশের প্রাক্তন তারকারা। আইপিএলে ভালো পারফর্ম্যান্সের সৌজন্যে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়রা। অথচ সারা বছর ধরে ঘরোয়া ক্রিকেটে রীতিমতো দুর্দান্ত ছন্দে থাকা খেলোয়াড়রা বাইরে। এমনই একজন ক্রিকেটার হলেন সরফরাজ খান।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত প্রদর্শন করা সরফরাজকে উপেক্ষা করা হয়েছে। নির্বাচকদের এই সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট নন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। নির্বাচক কমিটির তীব্র নিন্দা করেছেন তিনি। পাশাপাশি, সরফরাজকে রঞ্জি খেলা বন্ধ করার পরামর্শও দিয়েছেন তিনি।
২০২২-২৩ রঞ্জি মরশুমে অসাধারণ পারফর্ম্যান্স করেছেন সরফরাজ। ছ'ম্যাচে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করেছেন তিনি। সেঞ্চুরি করেছেন তিনটি। ২০২১-২২ মরশুমে ১২২.৭৫ গড়ে করেছিলেন ৯৮২ রান। সেঞ্চুরি করেছিলেন চারটি। অনবদ্য পারফর্ম্যান্স সত্বেও সরফরাজ উপেক্ষিত। সুনীল গাভাসকার এক সংবাদ মাধ্যমে-কে জানান, "ভারতের জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য সরফরাজকে আর কী কী করতে হবে তা তিনি জানেন না।"
গাভাসকার বলেন, "সরফরাজ খান গত তিন মরশুমে ১০০-র গড়ে স্কোর করেছেন। তাঁকে দলে নেওয়ার জন্য আর কী করতে হবে? তিনি একাদশে নাও থাকতে পারেন, কিন্তু তাঁকে দলে নিন। তাঁকে বলুন যে তাঁর পারফরম্যান্স স্বীকৃত হচ্ছে। অন্যথায়, রঞ্জি ট্রফি খেলা বন্ধ করুন। বলুন, এতে কোন লাভ নেই, আপনি শুধু আইপিএল খেলুন এবং মনে করুন আপনি লাল বল খেলার জন্য যথেষ্ট ভালো।"
প্রথম শ্রেণীর ক্রিকেটে সরফরাজের পরিসংখ্যান চোখে পড়ার মতো। ৩৭টি প্রথম শ্রেণীর ম্যাচে ৭৯.৬৫ গড়ে ৩৫০৫ রান করেছেন সরফরাজ। সেঞ্চুরি করেছেন ১৩টি। অথচ ভারতীয় দলে তাঁর জায়গা হয়নি। অথচ শুধুমাত্র আইপিএলে ভালো পারফর্ম্যান্সের সৌজন্যেই টেস্ট দলে জায়গা করে নিয়েছেন অনেকেই।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন