IND vs SA Test: ইডেনে হেরে যাওয়া 'ঘূর্ণি' পিচের প্রশংসা গম্ভীরের! আলিঙ্গন পিচ কিউরেটরকেও

People's Reporter: ভারতের প্রধান কোচ বলেন, ভারত যেমন পিচ চেয়েছিল তেমনটাই তৈরি হয়েছিল। এই পিচে যে একদমই খেলা যায় না এমনটা নয়।
গৌতম গম্ভীর
গৌতম গম্ভীরছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

প্রোটিয়াদের বিরুদ্ধে ইডেনের ঘূর্ণি পিচের প্রশংসা করলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। একটি ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে পিচ কিউরেটর সুজন মুখার্জিকে আলিঙ্গনও করছেন গম্ভীর।

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩০ রানে হারতে হয়েছে ভারতকে। যা নিয়ে সকলেই ক্ষোভ উগরে দিচ্ছেন। অনেকেই পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন এত ঘূর্ণি পিচ করা হল টেস্টের জন্য? তা জানতে চেয়েছেন একাধিক প্রাক্তন ক্রিকেটাররা। গম্ভীর অবশ্য পিচ কিউরেটরের পাশেই দাঁড়িয়েছেন।

ভারতের প্রধান কোচ বলেন, "ভারত যেমন পিচ চেয়েছিল তেমনটাই তৈরি হয়েছিল। এই পিচে যে একদমই খেলা যায় না এমনটা নয়। আপনার ইচ্ছাশক্তি এবং দৃঢ়তা থাকতে হবে খেলার জন্য। এই পিচেও রান করা যায়।"

অন্যদিকে, দ্বিতীয় টেস্টের আগে ইডেনের মাঠেই অনুশীলন করতে দেখা গেল টিম ইন্ডিয়াকে। সমাজমাধ্যমে একটি ছবি ভাইরাল হয় যেখানে পিচ কিউরেটর সুজন মুখার্জিকে আলিঙ্গন করতে দেখা যায় গম্ভীরকে।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিচ কিউরেটর সুজন মুখার্জি বলেন, "এই পিচ মোটেও খারাপ নয়। আমি জানি সবাই এই পিচ নিয়ে প্রশ্ন তুলছে। সত্যি বলতে, আমি জানি কিভাবে টেস্টের জন্য পিচ তৈরি করতে হয়। আমি ঠিক তাই করেছি। আমাকে যেমন নির্দেশ দেওয়া হয়েছিল তেমনই করেছি। অন্যরা কী বলে তা নিয়ে আমি ভাবি না। সবাই সবকিছু জানে না। তাই আমি নিষ্ঠার সাথে আমার কাজ করি এবং ভবিষ্যতেও আমি এটি চালিয়ে যেতে চাই।"

উল্লেখ্য, চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ শুরু হবে আগামী ২২ নভেম্বর থেকে। ওই ম্যাচ জিতে সিরিজ ১-১ করতে মরিয়া ভারত। অন্যদিকে অধিনায়ক শুবমন গিল ঘাড়ে চোটের কারণে খেলতে পারবেন কিনা তা স্পষ্ট নয়।

গৌতম গম্ভীর
IPL 2026 Auction: ১৬ ডিসেম্বর আইপিএল-র 'মিনি নিলাম', কার ঝুলিতে কত টাকা রয়েছে?
গৌতম গম্ভীর
IPL 2026: আবু ধাবিতে আইপিএল-র মিনি নিলাম, একনজরে দেখুন কোন দল কতজন প্লেয়ার ধরে রাখলো?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in