

না ফেরার দেশে পাড়ি জমালেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জাস্ট ফন্টেইন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বুধবার তাঁর পরিবারের তরফ থেকে প্রয়াত হওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব।
জাস্ট ফন্টেইনের নাম শুনলে যে কথাটা সবার প্রথমে আসে, তা হল এক বিশ্বকাপে রেকর্ড ১৩ টি গোল। ১৯৫৮ সুইডেন বিশ্বকাপে একাই করেছিলেন ১৩ গোল। বিশ্বকাপের এক আসরে এখনও সর্বোচ্চ গোলের ব্যক্তিগত রেকর্ড এটি। ওই আসরে দারুণ কীর্তির স্বীকৃতিতে ২০১৪ সালের বিশ্বকাপে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল গোল্ডেন বুট।
১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত ফ্রান্সের হয়ে ২১ টি ম্যাচ খেলেছিলেন ফন্টেইন। এই ক্ষুদ্র পরিসরে গোল করেছিলেন ৩০ টি। অভিষেকেই হ্যাটট্রিক করা ফন্টেইন চোটের কারণে তাঁর কেরিয়ার বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। মাত্র ২৮ বছর বয়সেই ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখেন।
ক্লাব ক্যারিয়ারে ২৩৫ টি ম্যাচ খেলে ১৯৭ টি গোল করেছেন এই ফরাসি গ্রেট। ইউএসএম ক্যাসাব্লাঙ্কার হয়ে নাম কুড়ানোর পর নিসের সঙ্গে বর্ণোজ্বল ক্যারিয়ার পার করেন ফন্টেইন। ৬৯ ম্যাচে করেন ৪২ গোল। এছাড়া রেইমসের সঙ্গে ১৩১ ম্যাচে করেন ১২২ গোল। অবসর নেওয়ার পর ম্যানেজার হিসেবে একাধিক দলের দায়িত্ব পালন করেছেন। ফ্রান্স, লুচোন, পিএসজি, তুলোস ও মরক্কোকে কোচিং করিয়েছেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন