প্রয়াত সুইডেন বিশ্বকাপে রেকর্ড ১৩ গোল করা ফরাসি কিংবদন্তি

মৃত্যুকালে জাস্ট ফন্টেইনে বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৫৮ সুইডেন বিশ্বকাপে একাই করেছিলেন ১৩ গোল।
প্রয়াত জাস্ট ফন্টেইন
প্রয়াত জাস্ট ফন্টেইনছবি - সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমালেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জাস্ট ফন্টেইন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বুধবার তাঁর পরিবারের তরফ থেকে প্রয়াত হওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব।

জাস্ট ফন্টেইনের নাম শুনলে যে কথাটা সবার প্রথমে আসে, তা হল এক বিশ্বকাপে রেকর্ড ১৩ টি গোল। ১৯৫৮ সুইডেন বিশ্বকাপে একাই করেছিলেন ১৩ গোল। বিশ্বকাপের এক আসরে এখনও সর্বোচ্চ গোলের ব্যক্তিগত রেকর্ড এটি। ওই আসরে দারুণ কীর্তির স্বীকৃতিতে ২০১৪ সালের বিশ্বকাপে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল গোল্ডেন বুট।

১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত ফ্রান্সের হয়ে ২১ টি ম্যাচ খেলেছিলেন ফন্টেইন। এই ক্ষুদ্র পরিসরে গোল করেছিলেন ৩০ টি। অভিষেকেই হ্যাটট্রিক করা ফন্টেইন চোটের কারণে তাঁর কেরিয়ার বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। মাত্র ২৮ বছর বয়সেই ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখেন।

ক্লাব ক্যারিয়ারে ২৩৫ টি ম্যাচ খেলে ১৯৭ টি গোল করেছেন এই ফরাসি গ্রেট। ইউএসএম ক্যাসাব্লাঙ্কার হয়ে নাম কুড়ানোর পর নিসের সঙ্গে বর্ণোজ্বল ক্যারিয়ার পার করেন ফন্টেইন। ৬৯ ম্যাচে করেন ৪২ গোল। এছাড়া রেইমসের সঙ্গে ১৩১ ম্যাচে করেন ১২২ গোল। অবসর নেওয়ার পর ম্যানেজার হিসেবে একাধিক দলের দায়িত্ব পালন করেছেন। ফ্রান্স, লুচোন, পিএসজি, তুলোস ও মরক্কোকে কোচিং করিয়েছেন তিনি।

প্রয়াত জাস্ট ফন্টেইন
Women's T20 World Cup: ২০২৪ সালে আসর বসছে বাংলাদেশে, সরাসরি যোগ্যতা অর্জন করলো কোন ৮ দল?
প্রয়াত জাস্ট ফন্টেইন
ICC Women’s T20 WC: টুর্নামেন্টের 'মোস্ট ভ্যালুয়েবল' দলে একমাত্র ভারতীয় বাংলার রিচা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in