ICC Women’s T20 WC: টুর্নামেন্টের 'মোস্ট ভ্যালুয়েবল' দলে একমাত্র ভারতীয় বাংলার রিচা

ভারত বিশ্বকাপের সেমিফাইনালে ছিটকে গেলেও, রিচার দুরন্ত পারফরম্যান্স নজর কাড়ে সকলের। পাকিস্তানের বিপক্ষে ৩১* রানে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪* এবং ইংল্যান্ডের বিপক্ষে ৪৭* রানে অপরাজিত ছিলেন তিনি।
রিচা ঘোষ
রিচা ঘোষ

হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনারা জায়গা পাননি। একমাত্র ভারতীয় হিসেবে আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের 'মোস্ট ভ্যালুয়েবল' দলে জায়গা করে নিলেন বঙ্গতনয়া রিচা ঘোষ। ভারত বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ছিটকে গেলেও, বাংলার উইকেটরক্ষক-ব্যাটার দুরন্ত পারফরম্যান্স করে নজর কাড়েন। ১৯ বর্ষীয় তরুণী পাকিস্তানের বিরুদ্ধে ৩১* রানে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪* রানে এবং ইংল্যান্ডের বিপক্ষে ৪৭* রানে অপরাজিত ছিলেন। মিডিল অর্ডার উইকেট-কিপার ব্যাটার রিচা টুর্নামেন্টে রান করেন মোট ১৩৬। তাঁর এই দুর্দান্ত পারফর্ম্যান্সই তাঁকে রেখেছে টুর্নামেন্টে সবচেয়ে মূল্যবান দলে।

ধারাভাষ্যকার এবং প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ইয়ান বিশপ এবং প্রাক্তন অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার মেলানি জোনস সহ বিশেষজ্ঞদের একটি প্যানেল দ্বারা সদ্য শেষ হওয়া মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান দল বেছে নেওয়া হয়েছে। এই দলে রয়েছে রেকর্ড ষষ্ঠ বার খেতাব জয়ী দল অস্ট্রেলিয়ার চার খেলোয়াড়। তিন জন খেলোয়াড় রয়েছে দক্ষিণ আফ্রিকার, দু'জন খেলোয়াড় ইংল্যান্ডের, একজন ইন্ডিয়ার এবং একজন ওয়েস্ট ইন্ডিজের। ১২ তম খেলোয়াড় হিসেবে রয়েছে আয়ারল্যান্ডের ওরলা প্রেন্ডারগাস্ট।

একনজরে 'মোস্ট ভ্যালুয়েবল' দল-

১. তাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা)- ৩৭.২০ গড়ে ১৮৬ রান করেছেন এই প্রোটিয়া ওপেনার।

২. অ্যালিসা হিলি (উইকেটরক্ষক) (অস্ট্রেলিয়া) - ৪৭.২৫ গড়ে ১৮৯ রানের পাশাপাশি চারটি উইকেটও নিয়েছেন হিলি।

৩. লরা উলভার্ডট (দক্ষিণ আফ্রিকা)- ৪৬.০০ গড়ে টুর্নামেন্টে মোট ২৩০ রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার।

৪. ন্যাট স্কিভার-ব্রান্ট (অধিনায়ক) (ইংল্যান্ড) - ৭২.০০ গড়ে ২১৬ রান করেছেন ন্যাট স্কিভার। তাঁকেই বেছে নেওয়া হয়েছে অধিনায়ক হিসেবে।

৫. অ্যাশলেইঘ গার্ডনার (অস্ট্রেলিয়া) - ৩৬.৬৬ গড়ে ১১০ রানের পাশাপাশি ১০ টি উইকেট নিয়েছেন এই অজি অলরাউন্ডার।

৬. রিচা ঘোষ (উইকেটরক্ষক) (ইন্ডিয়া) - ৬৮.০০ গড়ে ১৩৬ রান করেছেন ভারতের উইকেটকিপার ব্যাটার রিচা।

৭. সোফি একলেস্টোন (ইংল্যান্ড) - এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ১১ টি উইকেট পেয়েছেন এই ব্রিটিশ বোলার।

৮. কারিশমা রামহারাক (ওয়েস্ট ইন্ডিজ) - ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে জ্বলে উঠতে দেখা গিয়েছে রামহারাককে। পাঁচ উইকেট নিয়েছেন তিনি।

৯. শবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) - ১৬.১২ গড়ে ৮ উইকেট নিয়েছেন ইসমাইল।

১০. ডার্সি ব্রাউন (অস্ট্রেলিয়া)- ১৫.০০ গড়ে ৭ উইকেট নিয়েছেন ব্রাউন।

১১. মেগান শুট (অস্ট্রেলিয়া) - ১২.৫০ গড়ে শুট নিয়েছেন ১০ উইকেট।

১২. ওরলা প্রেন্ডারগাস্ট (১২ তম খেলোয়াড়) (আয়ারল্যান্ড) - ২৭.২৫ গড়ে ১০৯ রান এবং ২৬.০০ গড়ে ৩ উইকেট নিয়েছেন এই আইরিশ বোলার।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in