Ajay Varma: বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা প্রয়াত

People's Reporter: বাংলা দলের অনেক স্মরণীয় ম্যাচ খেলেছেন অজয় ভার্মা। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ১৯৮৬-৮৭ মরশুমে। তিনটি শতরান-সহ প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ১,২৬৩ রান রয়েছে, সর্বাধিক স্কোর ১৬২।
বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা প্রয়াত
বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা প্রয়াতফাইল ছবি সংগৃহীত
Published on

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। বাংলার হয়ে ২৫টি প্রথম শ্রেণির ও ১১টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন তিনি। সিএবি-র ভিশন ২০২৮ প্রকল্পের অন্যতম কোচ ছিলেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তিনি অসুস্থ বোধ করেন। তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসা চলাকালীনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও রঞ্জি ট্রফি-সহ বিভিন্ন প্রতিযোগিতায় ১২ বছর ধরে বাংলা দলের হয়ে অনেক স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন অজয় ভার্মা। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ১৯৮৬-৮৭ মরশুমে। তিনটি শতরান-সহ প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ১,২৬৩ রান রয়েছে, সর্বাধিক স্কোর ১৬২। ডানহাতি অফ-ব্রেক বোলার অজয় ৪৬টি উইকেট দখল করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। সেরা বোলিং ৫৬ রানের বিনিময়ে ৬ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেন ১৯৯৭-৯৮ মরশুমে।

লিস্ট 'এ'-তে অভিষেক ১৯৯১-৯২ মরশুমে। এই ফরম্যাটে খেলেছেন ১৯৯৬-৯৭ অবধি। ১১টি ম্যাচে তিনি ৩৪৩ রান করার পাশাপাশি ৭ উইকেট নিয়েছেন। পরবর্তীকালে কোচিংয়ে আসেন। সিএবির ভিশন ২০২৮ ক্যাম্পে তাঁর কোচিংয়ে সমৃদ্ধ হয়েছেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা।

অজয় ভার্মার আকস্মিক অকালপ্রয়াণে ময়দানে শোকের ছায়া। গভীরভাবে শোকাহত ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। বাংলা সিনিয়র দলের কোচ লক্ষ্মীরতন শুক্ল বলেন, 'অজয় বর্মা শুধু ভাল ক্রিকেটারই ছিলেন না, ছিলেন একজন সৎ মানুষ। খুবই খারাপ খবর।'

বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা প্রয়াত
SIR: এসআইআর শুনানিতে ডাক মোহনবাগান রত্ন টুটু বসুকে; ভোটে এই অত্যাচারের জবাব পাবে বিজেপি - কুণাল ঘোষ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in