IND vs AUS: অতীত ভুলে নিজেদের সেরাটা দিক ভারত - বর্ডার-গাভাসকর ট্রফির আগে বার্তা কপিল দেবের

People's Reporter: কপিল দেব বলেন, ঘরের মাঠে অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল। আশা করি ভারত নিজের সেরাটা দেবে বর্ডার-গাভাসকর ট্রফিতে। সব প্লেয়াররা ভালো খেলুক এটাই চাইবো।
রোহিত শর্মা
রোহিত শর্মাছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

সবকিছু ভুলে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে মনোযোগ দিক টিম ইন্ডিয়া। নিজেদের সেরাটা দিক ভারতীয় প্লেয়াররা। এমনটাই আবেদন জানালেন কপিল দেব।

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। তার আগে ভারতকে নিউজিল্যান্ড সিরিজ ভুলে গিয়ে নতুন করে শুরু করার বার্তা অনেক প্রাক্তনীই দিচ্ছেন। কপিল দেবও ভারতকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে কপিল দেব বলেন, এটা ঠিক যে নিউজিল্যান্ড সিরিজটা ভালো যায়নি ভারতের। তবে সেটা এখন অতীত হয়ে গেছে। সেখান থেকে কী কী ভুল হয়েছে সেগুলি সংশোধন করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে হবে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল। আশা করি ভারত নিজের সেরাটা দেবে বর্ডার-গাভাসকর ট্রফিতে। সব প্লেয়াররা ভালো খেলুক এটাই চাইবো।

নিউজিল্যান্ড টেস্টে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। দুই তারকার ফর্ম নিয়ে হতাশ সমর্থকরাও। তাঁদের পাশে দাঁড়িয়েছেন কপিল দেব। ৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, 'রোহিত এবং বিরাটকে নতুন করে কিছু প্রমাণ করতে হবে বলে আমার মনে হয় না। বিশ্বের অন্যতম সেরা প্লেয়ারদের মধ্যে তাঁরা রয়েছেন। খারাপ সময় যায় মাঝে মাঝে। তাঁদের একটু মনোযোগ দিতে হবে। নিজেদের খেলাটা খেলে যেতে হবে'।

ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়েসওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। রিজার্ভে রাখা হয়েছে মুকেশ কুমার, নবদীপ সাইনি এবং খালিল আহমেদকে।

রোহিত শর্মা
East Bengal: 'অস্কার আসায় ইস্টবেঙ্গল ড্রেসিংরুমে স্বাধীনতা এসেছে' - নয়া কোচের প্রশংসায় নন্দকুমার
রোহিত শর্মা
IND vs SA: শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ, সূর্যর নেতৃত্বে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in