পালিত হলো 'ফুটবলপ্রেমী দিবস', ১৯৮০ সালে এই ভয়ঙ্কর দিনে কী হয়েছিল জানেন?

১৯৮০ সালের ১৬ অগাস্ট ইডেনে ছিল বড়ো ম্যাচ। আবেগের বড়ো ম্যাচেই বিরাট দুর্ঘটনা ঘটে।
পালিত হলো ফুটবলপ্রেমী দিবস
পালিত হলো ফুটবলপ্রেমী দিবসছবি - সংগৃহীত

সালটা ১৯৮০। যুবভারতী ক্রীড়াঙ্গন তখনও হয়নি। ময়দানের বিভিন্ন মাঠের পাশাপাশি ইডেন গার্ডেন্সে হতো ফুটবল ম্যাচ। ১৯৮০ সালের ১৬ অগাস্ট ইডেনে ছিল বড় ম্যাচ। আবেগের বড় ম্যাচেই বিরাট দুর্ঘটনা ঘটে।

ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। সেদিনের ম্যাচেও তার অন্যথা ছিল না। কিন্তু মাঠের লড়াইয়ের আঁচ ছড়িয়ে পড়ে গ্যালারিতে। ইডেনে সেই দিনটিতে লাখ লাখ সমর্থকের ভিড় ছিল। হঠাৎই ছত্রভঙ্গ পরিস্থিতি। পদপিষ্ঠ হয়ে প্রাণ হারান ১৬ জন ফুটবল প্রেমী।

খেলার মাঠে এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তারই প্রার্থনা করে ১৯৮১ সাল থেকে এই ১৬ আগস্ট দিনটিকে ফুটবলপ্রেমী দিবস হিসেবে পালন করা হয়।

প্রতিবছরের মত এবারেও আইএফএ-র উদ্যোগে এই নিয়ে অনুষ্ঠান হলো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। সকাল ন’টার সময় শুরু হয় রক্তদান শিবির। চলবে সন্ধে ছ’টা পর্যন্ত। এবার রক্তদাতাদের দেওয়া হলো বাংলার অন্যতম সেরা কোচ সঞ্জয় সেনের সই করা শংসাপত্র। রক্তদাতাদের উৎসাহ দিতে আসেন রাজ্যের ক্রীড়া-যুব ও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ আরও বিশিষ্ট মানুষ।

পালিত হলো ফুটবলপ্রেমী দিবস
Md Habib: 'বড়ে মিঞা' মহম্মদ হাবিবকে হারালো ভারতীয় ফুটবল
পালিত হলো ফুটবলপ্রেমী দিবস
সৌদির ক্লাবে নেইমার! ১৪০০ কোটি টাকারও বেশি খরচ করে ব্রাজিলীয়ান তারকাকে নিতে মরিয়া আল হিলাল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in