Mohun Bagan: সকলকে চমক দিয়ে মোহনবাগানে পোগবা? হঠাৎ আগমনের কারণ জানুন

আগামী ২২ জুলাই মোহনবাগানের অনুশীলন শুরু হচ্ছে। পোগবা সেই খবর পেয়েই নিজের উদ্যোগে কলকাতায় এসেছেন।
ফ্লোরেন্তিন পোগবা
ফ্লোরেন্তিন পোগবাগ্রাফিক্স - নিজস্ব

হঠাৎ কলকাতায় এলেন পল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবা। গত মরসুমে সবুজ মেরুন জার্সিতে সই করেন পোগবা। কিন্তু চোটের কারণে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ফলে এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ তাঁকে ছেড়ে দেয়।

সূত্রের খবর, মোহনবাগানের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের গ্রুপে রয়েছেন ফ্লোরেন্টিন পোগবা। সেই গ্রুপে থাকা সকলকে জানানো হয়েছিল আগামী ২২ জুলাই মোহনবাগানের অনুশীলন শুরু হচ্ছে। পোগবা সেই খবর পেয়েই নিজের উদ্যোগে কলকাতায় এসেছেন।

তিনি এখনও মোহনবাগানের চুক্তিবদ্ধ ফুটবলার। গত মরসুমে খারাপ পারফরম্যান্সের কারণে মূল দল থেকে বাদ পড়তে হয়েছিল তাঁকে। পাশাপাশি চোট নিয়েও ভুগছিলেন পোগবা। তাই তাঁকে বসিয়ে দেওয়া হয়। সেই সময় চোটের চিকিৎসা করাতে দেশে ফিরে গিয়েছিলেন। তবে এবার বাগান জার্সিতে মাঠে নামেন কিনা এখন সেটাই দেখার।

গিনিতে জন্মগ্রহণ করলেও ফ্রান্সেই বড় হয়ে ওঠেন ফ্লোরেন্টিন পোগবা। ২০১০ সালে সিএস সেডান ক্লাবের হয়ে তিনি পেশাদার ফুটবল খেলতে শুরু করেন। এই ক্লাবের হয়ে দুই মরশুমে ৪৫টি ম্যাচ খেলেন তিনি। এরপর ২০১২ সালে সেন্ট এতিয়েনে যোগ দেন। ঠিক এক বছর পর তিনি লিগ ওয়ানেও অভিষেক করেন। পাশাপাশি গিনির হয়ে মালির বিরুদ্ধে ২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলেও অভিষেক হয়েছিল ফ্লোরেন্টিনের।

ফ্লোরেন্তিন পোগবা
East Bengal: জোড়া জুনিয়র ফুটবলারকে সই করিয়ে চমক ইস্টবেঙ্গলের
ফ্লোরেন্তিন পোগবা
Lionel Messi: মার্কিন মুলুকে মেসি 'ম্যাজিক'! অভিষেক ম্যাচে ইন্টার মায়ামির জয়ের নায়ক লিও

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in