East Bengal: জোড়া জুনিয়র ফুটবলারকে সই করিয়ে চমক ইস্টবেঙ্গলের
আগামী মরসুমে দলগঠনে বেশ চমক দিচ্ছে ইস্টবেঙ্গল। জুনিয়র থেকে সিনিয়র, সেরাদের দলে রাখছে লাল হলুদ ব্রিগেড। এবার অনূর্ধ্ব ১৭ ভারতীয় দলের দুই তরুণ ফুটবলারকে সই করালো লাল-হলুদ বাহিনী। একাধিক বছরের জন্য ভানলালপেকা গুইতে ও গুরনাজ সিংকে দলে নিলো শতবর্ষ প্রাচীন ক্লাব।
ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, "মাদ্রিদে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের হয়ে গুইতে ও গুরনাজকে খেলতে দেখেছি। ওদের খেলা দেখে আমি খুব খুশি। আশা করি ইস্টবেঙ্গলের হয়ে ওরা নিজেদের সেরাটা দেবে"।
গুইতে ইস্টবেঙ্গলে সই করার পর বলেন, "ইস্টবেঙ্গলের হয়ে খেলাটা আমার জন্য গর্বের। আশা করি দলের উন্নতিতে সাহায্য করতে পারব। ইস্টবেঙ্গলের নতুন কোচ এবং সিনিয়র খেলোয়াড়দের থেকে শেখার চেষ্টা করব"। গুরনাজ বলেন, "ইস্টবেঙ্গলের অংশ হতে পেরে আমি খুশি। কার্লোস কুয়াদ্রাতের নজরে আসতে পেরে আমি আনন্দিত। আমি কলকাতায় খেলার জন্য এবং ইস্টবেঙ্গলের জার্সি পরার জন্য মুখিয়ে রয়েছি"।
এবারে মহেশ ও ক্লেটনের জুটি তো থাকবেই। এছাড়াও ফরোয়ার্ড হাভিয়ে সিভেরিও ও সেন্ট্রাল মিডফিল্ডার সল ক্রেসপোকে সই করিয়েছে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব। হায়দরাবাদ এফসি থেকে স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা গঞ্জালেস, সফল ভারতীয় উইঙ্গার নন্দকুমার শেখরকেও নিয়ে এসেছে তারা। ভিপি সুহেরও থেকে গিয়েছেন এইবার। সুতরাং বলা যায়, নামের দিক থেকে ইস্টবেঙ্গলের আক্রমণ বিভাগ মোটেই খারাপ নয়। এঁরা যদি ফর্মে থাকে এবং কোচ কার্লস কুয়াদ্রাত যদি এঁদের ঠিকমতো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন, তাহলে সাফল্য নিশ্চয়ই আসবে।
মহেশকে কোচ কী ভাবে ব্যবহার করবেন, সেটাও একটা আকর্ষণীয় বিষয়। তবে এ বার ক্লাব ফুটবলে যেমন ফোকাস থাকবে, তেমনই ভারতীয় দলের ওপরও যথেষ্ট ফোকাস থাকবে ফুটবলপ্রেমীদের। কারণ, জানুয়ারিতে আইএসএলের মাঝামাঝি সময়ে কাতারে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলবে ভারত।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন