

ওয়েলিংটনে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তরুণ তারকা হ্যারি ব্রুক। বিনোদ কাম্বলি থেকে ডন ব্র্যাডম্যান। সবাইকে ছাপিয়ে গেলেন ২৪ বর্ষীয় ব্রিটিশ তারকা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে অপরাজিত ১৮৪ রানে ব্যাট করছেন ব্রুক। দুর্দান্ত এই ইনিংস খেলে ১৪৫ বছরের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে কেরিয়ারের প্রথম ৯ ইনিংসে ৮০০ টেস্ট রানের মালিক হয়ে গেলেন তিনি।
এতদিন পর্যন্ত প্রথম ৯ টি টেস্ট ইনিংসে সবচেয়ে বেশি রান করার নজির ছিল ভারতের বিনোদ কাম্বলির দখলে। ৭৯৮ রান করেছিলেন কাম্বলি। শুক্রবার কাম্বলির ৩০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নয়া নজির গড়লেন ব্রুক। এখনও পর্যন্ত তাঁর সংগ্রহে রয়েছে ৮০৭ রান।
শুধু বিনোদ কাম্বলি নয়, ব্রুক তাঁর নবম ইনিংস খেলে টপকে গিয়েছেন হার্বার্ট সাটক্লিফ (৯ ইনিংসে ৭৮০ রান), সুনীল গাভাস্কার (৯ ইনিংসে ৭৭৮ রান) এবং এভারটন উইকসদেরও (৯ ইনিংস ৭৭৭ রান)।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি গড় ডন ব্র্যাডম্যানের। তিনি ৫২টি ম্যাচে ৯৯.৯৪ গড়ে করেছিলেন ৬৯৯৬ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ব্র্যাডম্যানকেও গড়ের নিরিখে ছাপিয়ে গেলেন ব্রুক। বর্তমানে ব্রুকের গড় ১০০.৮৮। এই টেস্টের আগে পাঁচটি টেস্টে ব্রুক ৭৭.৮৭ গড়ে ৬২৩ রান করেছিলেন।
ওয়েলিংটনে প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। বাইশ গজে ১৮৪ রানে অপরাজিত রয়েছেন হ্যারি ব্রুক। কার্যত ওডিআই ক্রিকেটের মেজাজে ১৬৯ বলে এই রানে পৌঁছেছেন তিনি। ইনিংস সাজিয়েছেন ২৪ টি বাউন্ডারি এবং ৫ টি ওভার বাউন্ডারির মাধ্যমে। ব্রুকের সঙ্গে অপরাজিত রয়েছেন জো রুট। তিনিও পূর্ণ করেছেন সেঞ্চুরি। ১০১* রানে ব্যাট করছেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন