১৪৫ বছরের ইতিহাসে প্রথম! কিংবদন্তিদের পেছনে ফেলে নজির ইংল্যান্ডের তরুণ তারকার

এতদিন পর্যন্ত প্রথম ৯ টি টেস্ট ইনিংসে সবচেয়ে বেশি রান করার নজির ছিল ভারতের বিনোদ কাম্বলির দখলে। ৭৯৮ রান করেছিলেন কাম্বলি। শুক্রবার কাম্বলির ৩০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নয়া নজির গড়লেন ব্রুক।
ইংল্যান্ড দল
ইংল্যান্ড দলছবি - হ্যারি ব্রুকের ফেসবুক পেজ
Published on

ওয়েলিংটনে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তরুণ তারকা হ্যারি ব্রুক। বিনোদ কাম্বলি থেকে ডন ব্র্যাডম্যান। সবাইকে ছাপিয়ে গেলেন ২৪ বর্ষীয় ব্রিটিশ তারকা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে অপরাজিত ১৮৪ রানে ব্যাট করছেন ব্রুক। দুর্দান্ত এই ইনিংস খেলে ১৪৫ বছরের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে কেরিয়ারের প্রথম ৯ ইনিংসে ৮০০ টেস্ট রানের মালিক হয়ে গেলেন তিনি।

এতদিন পর্যন্ত প্রথম ৯ টি টেস্ট ইনিংসে সবচেয়ে বেশি রান করার নজির ছিল ভারতের বিনোদ কাম্বলির দখলে। ৭৯৮ রান করেছিলেন কাম্বলি। শুক্রবার কাম্বলির ৩০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নয়া নজির গড়লেন ব্রুক। এখনও পর্যন্ত তাঁর সংগ্রহে রয়েছে ৮০৭ রান।

শুধু বিনোদ কাম্বলি নয়, ব্রুক তাঁর নবম ইনিংস খেলে টপকে গিয়েছেন হার্বার্ট সাটক্লিফ (৯ ইনিংসে ৭৮০ রান), সুনীল গাভাস্কার (৯ ইনিংসে ৭৭৮ রান) এবং এভারটন উইকসদেরও (৯ ইনিংস ৭৭৭ রান)।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি গড় ডন ব্র্যাডম্যানের। তিনি ৫২টি ম্যাচে ৯৯.৯৪ গড়ে করেছিলেন ৬৯৯৬ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ব্র্যাডম্যানকেও গড়ের নিরিখে ছাপিয়ে গেলেন ব্রুক। বর্তমানে ব্রুকের গড় ১০০.৮৮। এই টেস্টের আগে পাঁচটি টেস্টে ব্রুক ৭৭.৮৭ গড়ে ৬২৩ রান করেছিলেন।

ওয়েলিংটনে প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। বাইশ গজে ১৮৪ রানে অপরাজিত রয়েছেন হ্যারি ব্রুক। কার্যত ওডিআই ক্রিকেটের মেজাজে ১৬৯ বলে এই রানে পৌঁছেছেন তিনি। ইনিংস সাজিয়েছেন ২৪ টি বাউন্ডারি এবং ৫ টি ওভার বাউন্ডারির মাধ্যমে। ব্রুকের সঙ্গে অপরাজিত রয়েছেন জো রুট। তিনিও পূর্ণ করেছেন সেঞ্চুরি। ১০১* রানে ব্যাট করছেন তিনি।

ইংল্যান্ড দল
IND vs AUS: তৃতীয় টেস্টের আগে ফের ধাক্কা অজি শিবিরে, খেলতে পারবেন না এই তারকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in