Eden Gardens: বিশ্বকাপের আগে খারাপ খবর, মাঝরাতে ইডেনের ড্রেসিংরুমে আগুন

বুধবার মাঝ রাতে ইডেনের সাজঘরে আগুন লাগে। রাত ১১.৫০ নাগাদ হঠাৎ আগুনের ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়।
ইডেনে আগুনn
ইডেনে আগুনnগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

বিশ্বকাপের আগেই খারাপ খবর কলকাতার ক্রিকেট প্রেমীদের জন্য। বুধবার মধ্যরাতে ইডেনের ড্রেসিংরুমে আচমকাই আগুন লেগে যায়। যদিও আগুন দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনা হয়।

বুধবার মাঝরাতে ইডেনের সাজঘরে আগুন লাগে। রাত ১১.৫০ নাগাদ হঠাৎ আগুনের ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। সময় মতো দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, সাজঘরে ক্রিকেটারদের ব‍্যবহৃত জিনিস কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল সূত্রের খবর, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।

দমকলের এক আধিকারিক বলেন, "শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার পিছনে কী কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। সাজঘরে খেলোয়াড়দের ব্যবহার করার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলস সিলিং থাকায় আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকল দ্রুত আসায় আগুন বেশি ছড়াতে পারেনি।"

বিশ্বকাপের আর দু’মাসও বাকি নেই। ইডেনে প্রথম ম্যাচ রয়েছে ২৮ অক্টোবর। তার আগে সিএবি নতুন করে ইডেনের ক্লাব হাউস, কনফারেন্স রুম-সহ একাধিক জায়গায় আমূল পরিবর্তন করেছে। নতুন স্কোর বোর্ড বসছে। ঢেলে সাজানো হচ্ছে ইডেনের কর্পোরেট বক্স ও শৌচালয়। ৬৫ হাজার দর্শক ইডেনে বিশ্বকাপে খেলা দেখতে পারবেন। খেলোয়াড়দের ড্রেসিংরুমেও বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে৷ আরও বেশি ক্রিকেটার ফ্রেন্ডলি এবং অত্যাধুনিক করা হচ্ছে ড্রেসিংরুম ৷ আইপিএলের সময় সংস্কারের কাজ শুরু হয়েছিল। এখনও কাজ চলছে। তবে আগুন লাগায় কিছুটা ক্ষতি হলো। তবে তা দ্রুত মেরামত করা হবে বলেই আধিকারিকরা জানাচ্ছেন।

ইডেনে আগুনn
'স্বার্থপর' - তিলককে হাফসেঞ্চুরি করতে না দেওয়ায় হার্দিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়
ইডেনে আগুনn
CFL: একাধিক সুযোগ নষ্ট করেও রেলকে বেলাইন করলো ইস্টবেঙ্গল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in