SAFF Championship: অবশেষে মিটলো ভিসা সমস্যা, আজ রাতেই ভারতে আসছে পাক দল

আজ রাতেই মরিশাস থেকে সরাসরি ভারতে প্রবেশ করছে পাক দল। আগামীকাল কান্তিভারা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই রয়েছে ভারত-পাক দ্বৈরথ।
SAFF Championship: অবশেষে মিটলো ভিসা সমস্যা, আজ রাতেই ভারতে আসছে পাক দল
ছবি - সংগৃহীত

অবশেষে মিটলো ভিসা সমস্যা। সাফ চ্যাম্পিয়নশীপ খেলতে ভারতে আসছে পাকিস্তান। ২১ জুন অর্থাৎ আগামীকাল থেকেই ব্যাঙ্গালোরে আসর বসছে সাফ চ্যাম্পিয়নশীপ ২০২৩-র। আজ রাতেই মরিশাস থেকে সরাসরি ভারতে প্রবেশ করছে পাক দল। আগামীকাল কান্তিভারা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই রয়েছে ভারত-পাক দ্বৈরথ।

এখন মরিশাসে রয়েছে পাকিস্তান দল। ফোর নেশনস টুর্নামেন্ট খেলতে সেখানে গিয়েছিল তারা। ওই টুর্নামেন্ট জেতে জিবুতি। পাকিস্তানের ভারতে প্রবেশ করার কথা ছিল গত রবিবার। বাধ সাজে ভিসা সমস্যা। অবশেষে সোমবার রাতে ভারতীয় দূতাবাসের তরফ থেকে সমস্ত মুলতুবি থাকা আবেদনগুলো সমাধান করা হয়। ভিসা সমস্যা মিটে যাওয়ায় আজ রাতেই ভারতে প্রবেশ করবে পাক দল। তবে আগামীকাল মাঠে নামার আগে বিশেষ অনুশীলনের সুযোগ পাচ্ছে না তারা।

কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্তা জানিয়েছেন, "পাকিস্তান দল রাতে বা গভীর রাতে শহরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে এবং বুধবারের ম্যাচটি সময়সূচী অনুযায়ী, ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ টায় খেলা হবে। AIFF ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আমরা আত্মবিশ্বাসী যে এই ম্যাচের জন্য আলাদা কোনো সূচী করতে হবে না।"

মরিশাস থেকে চার নেশনস টুর্নামেন্ট খেলে ফিরছে পাকিস্তান। ওই টুর্নামেন্টের সব কটি ম্যাচেই হেরেছে পাক দল। সাফ চ্যাম্পিয়নশীপের প্রথম দিনেই পাকিস্তানের প্রতিপক্ষ আয়োজক ভারত। কয়েকদিন আগেই লেবাননকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ব্লু টাইগার্সরা। এবার সুনীলদের লড়াই আরও একটি সাফ চ্যাম্পিয়নশীপ খেতাব ঘরে তোলার।

SAFF Championship: অবশেষে মিটলো ভিসা সমস্যা, আজ রাতেই ভারতে আসছে পাক দল
Bhavani Devi: প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ জয় ভবানী দেবীর
SAFF Championship: অবশেষে মিটলো ভিসা সমস্যা, আজ রাতেই ভারতে আসছে পাক দল
ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পুরস্কার, ভারতীয় দলকে ১ কোটি টাকা দেবে ওড়িশা সরকার!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in