ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পুরস্কার, ভারতীয় দলকে ১ কোটি টাকা দেবে ওড়িশা সরকার!

ওড়িশার মুখ্যমন্ত্রী জানান, 'ভারতীয় দলকে অভিনন্দন। ওদের ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আমাদের রাজ্যের কাছে বড় গর্বের ইন্টারকন্টিনেন্টাল কাপ আয়োজন করা।
সুনীলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নবীন পট্টনায়ক
সুনীলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নবীন পট্টনায়কছবি - ISL-র ফেসবুক পেজ

ইন্টারকন্টিনেন্টাল কাপ বিজয়ী ভারতীয় ফুটবল দলের জন্য এক কোটি টাকার পুরস্কার ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। রবিবার মাঠেই উপস্থিত ছিলেন নবীন।

ওড়িশার মুখ্যমন্ত্রী জানান, 'ভারতীয় দলকে অভিনন্দন। ওদের ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আমাদের রাজ্যের কাছে বড় গর্বের ইন্টারকন্টিনেন্টাল কাপ আয়োজন করা। আশা করি এমন আরও খেলার বড় ইভেন্ট আমরা আয়োজন করতে পারবো। ভারতের ফুটবল হাব হিসেবে পরিচিতি পেতে চলেছে ওড়িশা। এই রাজ্যের ফুটবলপ্রেমীরা আরও একটি সুন্দর আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা দেখতে পাবে'।

শুধু ফুটবলই না ভারতীয় হকি দলের স্পনসর হিসেবে ওড়িশা সরকার নিজেদের মেলে ধরেছে। খেলাতে ওড়িশা সরকার একটা দৃষ্টান্ত তৈরী করেছে। লেবাননকে ২-০ গোলে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল ভারতীয় ফুটবল দল। একটি করে গোল করেন সুনীল ছেত্রী ও লালিয়ানজুয়ালা ছাংতে।

রবিবার ভুবনেশ্বরে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে প্রথমার্ধে ভাল ফুটবল খেলতে পারেনি ইগর স্টিমাচের ভারতীয় দল। প্রথমার্ধে খেলার ফলাফল ছিল গোল শূন‍্য।ম‍্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে ভারত চেনা ছন্দে ফিরে আসে। ৪৮ মিনিটে গোল করে ভারতকে ১-০ গোলে এগিয়ে দেন সুনীল ছেত্রী। ৬৬ মিনিটে ছাঙতে ম‍্যাচের শেষ গোলটি করে জয় নিশ্চিত করে ফেলেন। এই ইন্টারকন্টিনেন্টাল কাপে শেষবার ভারত জিতেছিল ২০১৮ সালে। চার বছর পর ফের চ‍্যাম্পিয়ন হল ভারত।

সুনীলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নবীন পট্টনায়ক
UEFA Nations League 2023: মড্রিচদের হারিয়ে ১১ বছর পর আন্তর্জাতিক শিরোপা জিতলো স্পেন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in