

ইন্টারকন্টিনেন্টাল কাপ বিজয়ী ভারতীয় ফুটবল দলের জন্য এক কোটি টাকার পুরস্কার ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। রবিবার মাঠেই উপস্থিত ছিলেন নবীন।
ওড়িশার মুখ্যমন্ত্রী জানান, 'ভারতীয় দলকে অভিনন্দন। ওদের ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আমাদের রাজ্যের কাছে বড় গর্বের ইন্টারকন্টিনেন্টাল কাপ আয়োজন করা। আশা করি এমন আরও খেলার বড় ইভেন্ট আমরা আয়োজন করতে পারবো। ভারতের ফুটবল হাব হিসেবে পরিচিতি পেতে চলেছে ওড়িশা। এই রাজ্যের ফুটবলপ্রেমীরা আরও একটি সুন্দর আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা দেখতে পাবে'।
শুধু ফুটবলই না ভারতীয় হকি দলের স্পনসর হিসেবে ওড়িশা সরকার নিজেদের মেলে ধরেছে। খেলাতে ওড়িশা সরকার একটা দৃষ্টান্ত তৈরী করেছে। লেবাননকে ২-০ গোলে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল ভারতীয় ফুটবল দল। একটি করে গোল করেন সুনীল ছেত্রী ও লালিয়ানজুয়ালা ছাংতে।
রবিবার ভুবনেশ্বরে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে প্রথমার্ধে ভাল ফুটবল খেলতে পারেনি ইগর স্টিমাচের ভারতীয় দল। প্রথমার্ধে খেলার ফলাফল ছিল গোল শূন্য।ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে ভারত চেনা ছন্দে ফিরে আসে। ৪৮ মিনিটে গোল করে ভারতকে ১-০ গোলে এগিয়ে দেন সুনীল ছেত্রী। ৬৬ মিনিটে ছাঙতে ম্যাচের শেষ গোলটি করে জয় নিশ্চিত করে ফেলেন। এই ইন্টারকন্টিনেন্টাল কাপে শেষবার ভারত জিতেছিল ২০১৮ সালে। চার বছর পর ফের চ্যাম্পিয়ন হল ভারত।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন