FIFA World Cup Qualifiers: সুনীলকে ছাড়া কাতারের বিরুদ্ধে ডু অর ডাই লড়াইয়ে প্রস্তুত স্টিমাচ

People's Reporter: ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে হলে এই ম্যাচে এশীয় চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে জিততেই হবে টিম ইন্ডিয়াকে।
FIFA World Cup Qualifiers: সুনীলকে ছাড়া কাতারের বিরুদ্ধে ডু অর ডাই লড়াইয়ে প্রস্তুত স্টিমাচ
ছবি - ইন্ডিয়ান ফুটবল টিমের ফেসবুক পেজ

মঙ্গলবার ডু অর ডাই ম্যাচে কাতারের মুখোমুখি হবে ভারত। ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে হলে এই ম্যাচে এশীয় চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। সুনীল ছেত্রীর অবসরের পরে এটা আবার প্রথম ম্যাচ ভারতের। অর্থাৎ সব দিক থেকে এই ম্যাচ কিছুতা হলেও টেনশন কাজ করছেন খেলোয়াড়দের মধ্যে।

এই ম্যাচ জিতলেই প্রথমবারের জন্য বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে উঠে ইতিহাস গড়ার সম্ভাবনা আছে ভারতের। কিন্তু তা সম্ভব হবে তখনই, যদি মঙ্গলবারের অপর ম্যাচে কুয়েত ও আফগানিস্তানের মধ্যে ম্যাচও যদি অমীমাংসিত থাকে।

কাতারের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে চার নম্বরে থাকা আফগানিস্তান পাঁচ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে। তাই আফগানিস্তান ও কুয়েতের মধ্যে ম্যাচ যদি ড্র হয়, তা হলে ভারতের পক্ষে এশীয় চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে ড্র করে তৃতীয় রাউন্ডের দরজা খুলে ফেলা সম্ভব। কারণ, গোল পার্থক্যে আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে ভারত। অপর ম্যাচে ফয়সালা হলে অবশ্য ভারতের সামনে জয় ছাড়া কোনও রাস্তা থাকবে না। সেক্ষেত্রে তাদেরও শেষ ম্যাচে জিততে হবে। 

এদিন ভারতীয় কোচ ইগর স্টিমাচ জানালেন, “গত পাঁচ বছরে দলের মধ্যে আশার সঞ্চার করেছি আমরা। যা আগে কখনও ছিল না। দলের ছেলেদের নিয়ে আমি গর্বিত। আমার বিশ্বাস, ওরা আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে।“

তিনি আরও বলেন, “ওদের বলেছি, শুধু খেলাটা উপভোগ করো। এ ছাড়া আর কিছু চাই না। দেশের জন্য গর্বিত হয়ে খেলো এবং দেশের ১৪০ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে সুযোগ কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করো। আমাদের কাছে ম্যাচের ৯০ মিনিটই সব এবং আমরা প্রয়োজন হলে মাঠে প্রাণ দিয়ে দেওয়ার জন্যও প্রস্তুত”।

সুনীল ছেত্রীর অবসরের পরে ভারতের প্রথম ম্যাচ। এই প্রসঙ্গে স্টিমাচ বললেন, 'সুনীল দেশকে যা দিয়েছে এক কথায় অসাধারণ। এবারে ওকে ছাড়া খেলা আমাদের মানিয়ে নিতে হবে।'

FIFA World Cup Qualifiers: সুনীলকে ছাড়া কাতারের বিরুদ্ধে ডু অর ডাই লড়াইয়ে প্রস্তুত স্টিমাচ
FIFA World Cup Qualifiers: কাতার ম্যাচের জন্য ২৩ জনের দল ঘোষণা ভারতের, বাদ বাংলার শুভাশিস!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in