FIFA World Cup 22: রবিবার থেকে শুরু বিশ্বকাপ, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে একাধিক চমক
আর মাত্র একদিনের অপেক্ষা। তারপরেই বিশ্ববাসীর প্রিয় বিশ্বকাপে বল গড়াবে কাতারে। ২০ নভেম্বর, রবিবার কাতারের আল খুরের আল বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। তাঁর আগে অবশ্য আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
আল বায়াত স্টেডিয়ামের আসন সংখ্যা ৬০,০০০। অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়ামে বসে ষাট হাজার মানুষ উপভোগ করবেন বিশ্ববিখ্যাত জনপ্রিয় শিল্পী ও সংগীতজ্ঞদের নজরকাড়া পারফর্ম্যান্স। উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান গায়ক লিল বেবি বিশ্বকাপের ২২তম আসরের অফিসিয়াল থিম সং 'দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক' গাইবেন। মঞ্চ মাতাবেন বলিউড স্টার নোরা ফতেহিও। এছাড়াও জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস-কেও দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠানে।
উদ্বোধনী অনুষ্ঠানেই আত্মপ্রকাশ ঘটবে টুর্নামেন্টের ম্যাসকট লা'ইবের। শেষে থাকবে ৪৫ মিনিটের আতসবাজীর খেলাও। তারপরেই মাঠে গড়াবে ফুটবল। স্বাভাবিক কাতার লড়াই করবে ইকুয়েডরের বিপক্ষে।
২০ নভেম্বর থেকে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হবে ৩রা ডিসেম্বর। ৪টি কোয়ার্টার ফাইনাল হবে ৯, ১০ ও ১১ ডিসেম্বর। প্রথম সেমিফাইনাল ১৪ই ডিসেম্বর। দ্বিতীয় সেমিফাইনাল ১৫ই ডিসেম্বর। তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচ হবে ১৭ ডিসেম্বর এবং বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন