FIFA World Cup 22: বিশ্বকাপ শুরুর আগেই রেকর্ড বুকে এই ছয় ফুটবলার
আর মাত্র তিন দিনের অপেক্ষা। কাতারে শুরু হচ্ছে ফুটবলের বিশ্বযুদ্ধ। ইতিমধ্যেই মধ্য প্রাচ্যের দেশটিতে পা রাখতে শুরু করেছে ৩২ টি দেশের ফুটবল দল। দেখে নেওয়া যাক বিশ্বকাপে বল গড়ানোর আগেই রেকর্ড বুকে স্থান করে নিয়েছেন যে ফুটবলাররা -
১. সর্বকনিষ্ঠ ফুটবলার -
কাতার বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার হতে চলেছেন জার্মানির ইউসুফা মৌকোকো। তার জন্ম ২০০৪ সালের ২০ নভেম্বর। সেই হিসাবে মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবেন মৌকোকো। বুরুশিয়া ডর্টমুন্ডের এই ফুটবলার ইতিমধ্যেই জার্মান ফুটবলে নজর কেড়েছেন।
২. সবচেয়ে বয়স্ক ফুটবলার -
এ বারের বিশ্বকাপের সব থেকে বয়স্ক ফুটবলার মেক্সিকোর আলফ্রেডো তালাভেরা। তার জন্ম ১৯৮২ সালের ১৮ সেপ্টেম্বর। ৪০ বছর বয়সে বিশ্বকাপ খেলতে নামবেন তিনি। মেক্সিকোর গোল বারের নীচে দাঁড়াবেন জুয়ারেজ এফসির এই গোলরক্ষক।
৩. সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার -
আর্জেন্টিনা কিংবদন্তী লিওনেল মেসি ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮, চারটি বিশ্বকাপে মোট ১৯টি ম্যাচ খেলেছেন। এ বারের বিশ্বকাপে নামা কোনো ফুটবলার এত ম্যাচ খেলেননি। কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে কাতারে পৌঁছে গিয়েছেন সাত বারের ব্যালন ডি'অর জয়ী।
৪. সবচেয়ে বেশি গোল ও অ্যাসিস্ট -
কাতার বিশ্বকাপ খেলতে যাওয়া ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোলের মালিক জার্মানির টমাস মূলার। বিশ্বকাপে এখনও পর্যন্ত ১০ টি গোল করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অভিষেকেই ৫ টি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মূলার। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও পাঁচ গোল করেন তিনি। পাশাপাশি বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিকও তিনি। ৬ টি অ্যাসিস্ট করেছেন মূলার।
৫. সবচেয়ে খর্বকায় ফুটবলার -
কাতার বিশ্বকাপের সব থেকে খর্বকায় ফুটবলার মরক্কোর ইলিয়াস চেয়ার। তাঁর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।
৬. সবচেয়ে দীর্ঘকায় ফুটবলার -
কাতার বিশ্বকাপের সবচেয়ে দীর্ঘকায় ফুটবলার নেদারল্যান্ডসের গোলরক্ষক আন্দ্রিয়েস নোপ্পের্ত। ডাচ ফুটবলারের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

