FIFA World Cup 22: ঘানার বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল, একাধিক রেকর্ডের হাতছানি রোনাল্ডোর সামনে
পর্তুগালের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আজ। প্রতিপক্ষ পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। এই ম্যাচ ঘিরে ফুটবল ভক্তদের উন্মাদনা কম নয়। তার কারণ অবশ্য একজনই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দস স্যান্টোস অ্যাভেইরো। সম্ভবত কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে মাঠে নামতে চলেছেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী। আর এই বিশ্বকাপে একাধিক রেকর্ড গড়ার হাতছানি তাঁর সামনে।
কাতারে কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে চলেছেন পর্তুগীজ অধিনায়ক। এর আগে ২০০৬, ২০১০, ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপ খেলে প্রতিটিতেই গোল করেছেন তিনি। কাতার বিশ্বকাপে একটি গোল করলেই রেকর্ড গড়বেন। প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি আলাদা বিশ্বকাপে গোলের নজির গড়বেন তিনি।
উল্লেখ্য, রোনাল্ডো ছাড়া পরপর চার বিশ্বকাপে গোল করার নজির রয়েছে ফুটবল সম্রাট পেলে (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০), জার্মানির মিরোস্লাভ ক্লোজে (২০০২, ২০০৬, ২০১০, ২০১৪) এবং উই সিলারের (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০)।
এছাড়াও কাতার বিশ্বকাপে নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙতে পারেন রোনাল্ডো। বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের নজির আপাতত রয়েছে তাঁর দখলেই। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো। তখন তাঁর বয়স ছিল ৩৩ বছর ১৩০ দিন। ৩৭ বছরের রোনাল্ডো পারেন নিজের নজির ছাপিয়ে যেতে। দেশের জার্সিতে এখনও পর্যন্ত ১১৭ টি গোল করেছেন সিআর সেভেন। তিনিই আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। পর্তুগালের হয়ে হ্যাটট্রিক করেছেন দশটি। যার মধ্যে স্পেনের বিরুদ্ধে গত বিশ্বকাপে হ্যাটট্রিক করেন তিনি।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন


