FIFA World Cup 22: বিশ্বকাপে প্রথম গোল লেভনডস্কির, সৌদিকে হারিয়ে স্মরণীয় জয় পোল্যান্ডের

ম্যাচের ৮২ মিনিটের মাথায় আলমালকির ভুলে বল পেয়ে যান লেভা। সৌদি গোলরক্ষককে একা পেয়ে কোনো ভুল করলেন না। গোল করেই আবেগপ্রবণ হয়ে পড়লেন পোল্যান্ড অধিনায়ক।
রবার্ট লেভনডস্কি
রবার্ট লেভনডস্কিছবি সৌজন্যে ফিফা ওয়ার্ল্ড কাপ টুইটার হ্যান্ডেল

কাতার বিশ্বকাপে প্রথম জয় পেলো পোল্যান্ড। পোলিশদের জন্য রাতটা স্মরণীয় হয়ে থাকবে আরও এক কারণে। বিশ্বকাপে প্রথম গোলের দেখা পেলেন দেশটির মহাতারকা রবার্ট লেভনডস্কি। অনেক অপেক্ষার পর অবশেষে এলো সেই মুহূর্ত। ম্যাচের ৮২ মিনিটের মাথায় আলমালকির ভুলে বল পেয়ে যান লেভা। সৌদি গোলরক্ষককে একা পেয়ে কোনো ভুল করলেন না। গোল করেই আবেগপ্রবণ হয়ে পড়লেন পোল্যান্ড অধিনায়ক।

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করা সৌদি আরব পোল্যান্ডের বিপক্ষেও দাপট দেখিয়ে ফুটবল খেলে। কিন্তু পোল্যান্ডের বিপক্ষে গোলের দেখা পেলেন না আলশেহরেরিরা। গোল করার যে সুযোগ পায়নি সৌদি তেমনটা নয়। পোল্যান্ডের থেকে বেশি সুযোগ তৈরি করেছিল হার্ভ রেনার্ডের ছাত্ররাই। তবে গোল এলো না। এমনকি পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেনি সৌদি আরব। পোল্যান্ডের গোলরক্ষক শেজনি অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়েছিলেন তেকাঠির নীচে।

প্রথমার্ধে সৌদি লাগাতার আক্রমণ করলেও ৩৯ মিনিটের মাথায় সুযোগ পেয়েই তা কাজে লাগায় পোল্যান্ড। শেজনির থেকে বল পান ম্যাটি ক্যাস। সেখান থেকে বল পান লেভনডস্কি। লেভা গোল করতে ব্যর্থ হলেও দ্রুত বল দখল করে তা বাড়ান জিয়েলেনেস্কির দিকে। ডান পায়ে বুলেট গতির শট নেন জিয়েলেনেস্কি। যার উত্তর ছিল না সৌদি গোলরক্ষকের কাছে।

পিছিয়ে যাওয়ার অল্প সময়ের মধ্যেই সৌদির কাছে সুযোগ এসেছিল সমতা ফিরে পাওয়ার। তবে পেনাল্টি থেকে গোল করতে পারলেন না আল-দাওসেরি। শেজনি বল সেভ করে দেন। ফিরতি বলেও গোল করার সুযোগ ছিল মহম্মদ আরব্রিকের কাছে। সেই বলটিও সেভ করে দুরন্ত গোলকিপিং-এর নিদর্শন রাখেন শেজনি।

দ্বিতীয়ার্ধে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় সৌদি আরবকে। বারবার তারা পোল্যান্ডের ডি-বক্সের মধ্যে হানা দিয়েছিল। তবে গোল অধরাই থাকে। সৌদির আক্রমণের মাঝেই পোল্যান্ডের হয়ে ব্যবধান বাড়ান অধিনায়ক লেভা। খেলা শেষে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পোলিশ দল।

রবার্ট লেভনডস্কি
FIFA World Cup 22: ডিউকের একমাত্র গোলে ১২ বছর পর বিশ্বকাপে প্রথম জয় অস্ট্রেলিয়ার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in