FIFA World Cup 22: ডিউকের একমাত্র গোলে ১২ বছর পর বিশ্বকাপে প্রথম জয় অস্ট্রেলিয়ার
চলতি কাতার বিশ্বকাপের ৫০ তম গোলটি করলেন অস্ট্রেলিয়ার মিচেল ডিউক। আর ডিউকের একমাত্র গোলেই ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর ফের এই মঞ্চে জয় পেলো অস্ট্রেলিয়া। আর ১৯৭৪ বিশ্বকাপের পর প্রথম ক্লিন শিট রাখলো তারা। ফিফা র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে থাকা তিউনিসিয়াকে ১-০ গোলে হারালো সকারুসরা।
ফ্রান্সের বিপক্ষে ৪-১ গোলে হারের ধাক্কা সামলে তিউনিসিয়ার বিপক্ষে আজ মাঠে নামে অস্ট্রেলিয়া। ধারে ভারে অনেকটাই এগিয়ে থাকা উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া প্রথম ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ড্র করে মাঠে নামে। দুই পক্ষের লড়াই চলে সমানে সমানে। তবে ডিউকের গোল বদলে দেয় সমীকরণ। বিশ্বকাপের মঞ্চে দীর্ঘদিন জয়ের অপেক্ষায় থাকা সকারুসরা তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচের বয়স তখন ২৩ মিনিট। বাঁদিক থেকে ক্রিস গুডউইনের বাড়ানো ক্রস তিউনিসিয়ার ডিফেন্ডারের পায়ে লেগে দিক বদল করেছিল। কিন্তু বলের গতির সাথে মানিয়ে নিয়ে ডিউক করলেন দারুণ এক হেড। তিউনিসিয়ার গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়িয়ে গেল জালে। এই লীড শেষ পর্যন্ত ধরে রেখে জয় তুলে নিলো গ্রাহাম আর্নল্ডের দল।
অস্ট্রেলিয়া প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। সুযোগ পেয়েছিল তিউনিসিয়াও। তবে ডিউকের গোল ছাড়া অস্ট্রেলিয়া আর ব্যবধান বাড়াতে পারেনি। সমতাও ফিরে পায়নি তিউনিশিয়া। বল দখলের লড়াইয়ে এই ম্যাচে এগিয়ে আছে তিউনিসিয়া। তারা মোট ৫৮ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে। তিউনিসিয়ার নেওয়া ১৪ টি শটের মধ্যে ৪ টি শট ছিল টার্গেটে। তবে একটিও অস্ট্রেলিয়ার গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। অন্যদিকে ৯টি শটের মধ্যে ২টি শট টার্গেটে রেখেই বাজিমাৎ করে অস্ট্রেলিয়া।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

