বিশ্বকাপে জমে উঠেছে গ্রুপ সি'র লড়াই, পরের রাউন্ডে জায়গা করতে কী করতে হবে মেসি, লেভনডস্কিদের?

নক আউটে যেতে গেলে আর্জেন্টিনার সামনে রয়েছে কঠিন লড়াই। 'গ্রুপ সি'-তে শেষ ম্যাচ প্রতিটা দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। প্রতিটি দলের সামনে সুযোগ রয়েছে পরের রাউন্ডে জায়গা করে নেওয়ার।
মেসি এবং লেভনডস্কি
মেসি এবং লেভনডস্কিছবি সৌজন্যে ফিফা ওয়ার্ল্ড কাপ টুইটার হ্যান্ডেল

মেক্সিকোকে হারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে আর্জেন্টিনা। বিশ্ব ফের মোহিত হলো মেসি ম্যাজিকে। মেক্সিকোর বিপক্ষে ডু অর ডাই ম্যাচে ৬৪ মিনিটের মাথায় ২৫ গজ দূর থেকে মাটি কামড়ানো এক শটে ওচোয়াকে পরাস্ত করে বিশ্বকাপের অষ্টম গোলটি পেয়ে যান এলএম টেন। দিয়েগো মারাদোনার পাশে বসে যান তিনি। মেসির গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনাকে আরও স্বস্তি এনে দেন এনজো ফার্নান্দেজ। বদলি হিসেবে নেমে ৮৭ মিনিটের মাথায় ওচোয়াকে পরাস্ত করেন তিনি। তবে ২-০ গোলে এই ম্যাচ জিতলেও নক আউটে যেতে গেলে আর্জেন্টিনার সামনে রয়েছে কঠিন লড়াই। 'গ্রুপ সি'-তে শেষ ম্যাচ প্রতিটা দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। প্রতিটি দলের সামনে সুযোগ রয়েছে পরের রাউন্ডে জায়গা করে নেওয়ার। দেখে নেওয়া যাক 'গ্রুপ সি' থেকে শেষ ষোলোতে যাওয়ার জন্য দলগুলোর সমীকরণ কি হতে পারে।

১. মেক্সিকোর বিরুদ্ধে সৌদি আরবের হার, পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার জয়:- পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা জিতলে নিশ্চিতভাবে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেবে আলবিসেলেস্তেরা। অন্যদিকে মেক্সিকোর বিপক্ষে সৌদি আরব হারলে নক আউটে যাওয়ার সুযোগ থাকছে লেভনডস্কিদেরও। মেক্সিকোকে পরের রাউন্ডে যেতে গেলে বড় ব্যবধানে ম্যাচ জিততে হবে। কারণ গোল ব্যবধান মেক্সিকোর ২, যেখানে পোল্যান্ডের ২।

২. মেক্সিকোর বিপক্ষে সৌদি আরবের জয়, পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়:- শেষ ম্যাচ দুটিতে এই ঘটনা ঘটলে ৬ পয়েন্টের সাথে পরের রাউন্ডে জায়গা করে নেবে সৌদি আরব এবং আর্জেন্টিনা। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবে পোল্যান্ড ও মেক্সিকো।

৩. মেক্সিকোর বিরুদ্ধে সৌদি আরবের হার, আর্জেন্টিনার বিরুদ্ধে পোল্যান্ডের জয়:- পোল্যান্ড যদি আর্জেন্টিনাকে হারায় তবে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে তারা। আর মেক্সিকো যদি সৌদির বিপক্ষে জয় তুলে নেয় সেক্ষেত্রে ওচোয়ারাও যাবে পরের রাউন্ডে।

৪. মেক্সিকোর বিরুদ্ধে সৌদি আরবের ড্র, পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ড্র:- এমনটা ঘটলে পাঁচ পয়েন্টের সাথে গ্রপের টপার হয়ে পরের রাউন্ডে যাবে পোল্যান্ড। গোল ব্যবধানে নিরিখে দ্বিতীয় দল হিসেবে নক আউট খেলবে আর্জেন্টিনা বা সৌদি আরব।

৫. মেক্সিকোর বিপক্ষে সৌদি আরবের জয়, পোল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচ ড্র:- এক্ষেত্রে হিসেব খুব সহজ। গ্রুপ শীর্ষে থেকে নক আউট খেলবে সৌদি। দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে যাবে পোল্যান্ড।

৬. পোল্যান্ড ও আর্জেন্টিনা ম্যাচ ড্র, মেক্সিকোর বিপক্ষে সৌদি আরবের হার:- এক্ষেত্রে পোল্যান্ড নিশ্চিত করবে পরের রাউন্ড। আর আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যে গোল ব্যবধানের নিরিখে নির্ধারিত হবে পরের রাউন্ডে যাবে কারা।

মেসি এবং লেভনডস্কি
FIFA World Cup 22: বিশ্বকাপে প্রথম গোল লেভনডস্কির, সৌদিকে হারিয়ে স্মরণীয় জয় পোল্যান্ডের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in