'১ মিনিট নীরবতা পালন এমবাপ্পের জন্য' - জয়ের পর বিতর্কিত মন্তব্য এমিলিয়ানো মার্টিনেজের

অনেকেই মার্টিনেজের এই কথা সমর্থন করেননি। সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, যতই বিপক্ষ দলের সাথে শত্রুতা থাকুক না কেন সব সময় সম্মান জানানো উচিত। একজন দায়িত্বশীল ফুটবলারের কাছে এটা আশা করা যায় না।
এমিলিয়ানো মার্টিনেজ
এমিলিয়ানো মার্টিনেজছবি - ফিফা ওয়ার্ল্ড কাপে
Published on

বিশ্বসেরা হয়েও যেন বিতর্ক পিছু ছাড়ছেনা আর্জেন্টিনার। এবার এমবাপ্পের বিরুদ্ধে মুখ খুলে কিছুটা হলেও বেকায়দায় আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

১৯৮৬-র পর ২০২২। অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। কাপ জয়ের পর জয়ের উল্লাসে মেতে ওঠেন মেসিরা। মাঠে সেলিব্রেশনের পাশাপাশি ড্রেসিংরুমেও চলে নাচ গান। টেবিলের ওপর ট্রফি রেখে তার চারপাশে ঘুরতে থাকেন তাঁরা। হঠাৎই সকলকে চুপ করতে বলেন এমিলিয়ানো মার্টিনেজ। তিনি বলেন, ‘এমবাপ্পের জন্য ১ মিনিটের নীরবতা পালন করা হোক। কারণ সে মারা গেছে’। তারপর আবার চলে সেলিব্রেশন।

অনেকেই মার্টিনেজের এই কথা সমর্থন করেননি। সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, যতই বিপক্ষ দলের সাথে শত্রুতা থাকুক না কেন সব সময় সম্মান জানানো উচিত। একজন দায়িত্বশীল ফুটবলারের কাছে এটা আশা করা যায় না। আবার কেউ লিখেছেন, এমি অবশ্যই গোল্ডেন গ্লাভস জিতেছে তাই বলে এমবাপ্পের মৃত্যুর কথা কীভাবে বলতে পারে?

উল্লেখ্য, ফাইনালের আগে থেকেই মেসি-এমবাপ্পে দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে ছিল বিশ্ববাসী। দুই ১০-র লড়াইয়ে লুসাইল স্টেডিয়ামের সমস্ত দর্শক কার্যত মুগ্ধ হয়ে গেলেন। দ্বিতীয়ার্ধের শেষের দিকে ম্যাচটা আর্জেন্টিনা বনাম এমবাপ্পে হয়ে যায়। একের পর এক বল নিয়ে দ্রুত গতিতে আর্জেন্টিনার বক্সে হানা দিতে থাকে।

ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন এমবাপ্পে। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে ফাইনালে হ্যাটট্রিকের নজির ছিল ইংল্যান্ডের জিওফ হার্স্টের। ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন এই ইংলিশ ম্যান। দ্বিতীয় ফুটবলার হিসেবে সেই রেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপ্পে।

ফাইনালে ৮০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। এই গোলের সাথে সাথেই সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে ১০ গোল করার রেকর্ড গড়েন এমবাপ্পে। তাঁর আগে এই রেকর্ড ছিল জার্মানির জার্ড মুলারের দখলে। মুলার ২৪ বছর ২২৬ দিন বয়সে বিশ্বকাপে ১০ গোল করেছিলেন। এমবাপ্পে ২৩ বছর ৩৬৩ দিনে বিশ্বকাপে ১০ গোল করে সেই রেকর্ড নিজের করে নিলেন।

এমিলিয়ানো মার্টিনেজ
FIFA World Cup 22: 'বিশত' পরে বিশ্বকাপ নিলেন মেসি! কাতারের এই বিশেষ পোশাকের মাহাত্ম্য জানেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in