
ভারতীয় সময় বুধবার রাত সাড়ে ১২টায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। তার আগেই অস্বস্তিতে আলবিসেলেস্তেরা। সেমিতে নাও দেখা যেতে পারে দলের মহাতারকা লিওনেল মেসিকে। ফিফার শাস্তির মুখে পড়তে পারেন বাঁ পায়ের জাদুকর এল এম টেন (LM 10)।
ক্রোয়েশিয়া ম্যাচকে বদলার ম্যাচ হিসেবে দেখছেন ডি মারিয়ারা। সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছেন লিও স্কালোনি। তবে দলের প্রধান অস্ত্র মেসিকে কি আদৌ পাবেন সেমিতে? ক্রমশ ঘনীভূত হচ্ছে সেই জল্পনা। সূত্রের খবর, নেদারল্যান্ডস ম্যাচে বিপক্ষের একাধিক ফুটবলার ও কোচ ভান গলের সাথে বিতর্কে জড়ান মেসি। পাশাপাশি তিনি ম্যাচ রেফারি অ্যান্তোনিয়ো মাতেও লাহোজের যোগ্যতা নিয়েও ফিফার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন। যার জেরে ফিফা আর্জেন্টিনা ও মেসির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে। অভিযোগ প্রমাণ হলে সেমিফাইনালে নামার ওপর নিষেধাজ্ঞাও জারি করতে পারে ফিফা। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।
ফিফার তরফ থেকে জানানো হয়েছে একটি ম্যাচে একটি দল পাঁচ বা তার বেশী হলুদ কার্ড দেখলে জরিমানা দিতে হয়। এটা রুটিন পেনাল্টি। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস উভয় দলকেই প্রায় ১৬ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ইতিমধ্যেই ফিফা অনুচ্ছেদ ১২ (Article 12)-র অবমাননা করার অভিযোগে তদন্ত শুরু করেছে। তবে এই জরিমানা নতুন নয়, চলতি বিশ্বকাপে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি সৌদি আরবকে দু’বার এই জরিমানা করেছে।
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনাল শেষে মেসি বলেছিলেন, ‘রেফারি সম্পর্কে আমি বিশেষ কিছু বলতে চাইনা। মাঠে যা হয়েছে তা সকলেই দেখেছেন। তবে আমার মনে হয় ফিফার একটু ভেবে দেখা প্রয়োজন। বিশ্বকাপের মতো টুর্নামেন্ট। তাও আবার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ রেফারি নিয়োগ করা উচিত ছিল’।
অন্যদিকে, কার্ড সমস্যার জন্য সেমিফাইনাল খেলতে পারবেন না আর্জেন্টিনার রক্ষণভাগের দুই স্তম্ভ লেফট ব্যাক মার্কোস অ্যাকুনা ও রাইট ব্যাক গোনজালো মোনটেইল। ফলে স্কালোনিকে নতুন করে গেমপ্ল্যান তৈরি করতে হচ্ছে। কাদের ওপর তিনি ভরসা করেন সেটা সময়ই বলবে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন