
মরক্কো-পর্তুগাল কোয়ার্টার ফাইনালের ম্যাচে রেফারির শেষ বাঁশি বাজানোর সাথে সাথেই মাটিতে বসে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দু-হাতে মুখ ঢেকে নিয়েছিলেন। চোখের জল আটকানোর চেষ্টা করছেন। পারছেন না। গ্যালারিতে বসে থাকা রোনাল্ডো ভক্তদের চোখেও জল। রোনাল্ডোর সাথে কাঁদছেন তাঁর কোটি কোটি অনুরাগীরা। তাদের প্রিয় ফুটবলার খেলে ফেলেছেন দেশের জার্সিতে শেষ ম্যাচ! এই ধাক্কা কাটিয়ে সমর্থকরা দাঁড়িয়েছেন রোনাল্ডোর পাশে। বিশ্ব ফুটবলে তাঁর অবদানের জন্য অভিনন্দন জানাচ্ছেন এমবাপ্পে থেকে শুরু করে কিংবদন্তী পেলেও। তেমনি এক রোনাল্ডো অনুরাগী হলেন ভারতীয় ক্রিকেটের সেনসেশন বিরাট কোহলি। সোমবার সকালে ক্রিশ্চিয়ানোর উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা লিখলেন বিরাট। যা মন ছুঁয়ে যাবে আপনারও।
বিরাট কোহলি লেখেন, "আপনি এই খেলায় এবং সারা বিশ্বের ক্রীড়া অনুরাগীদের জন্য যা করেছেন, কোনো ট্রফি বা কোনো শিরোপা সেই অবদান থেকে কিছু কেড়ে নিতে পারে না। কোনও শিরোনাম ব্যাখ্যা করতে পারে না যে আপনি মানুষের উপর কী প্রভাব ফেলেছেন এবং আমরা যখন আপনাকে খেলতে দেখি তখন আমি এবং বিশ্বের অনেক মানুষ কী অনুভব করে। আপনি ঈশ্বরের একটি উপহার।"
বিরাট আরও লেখেন," একজন ব্যক্তির জন্য এটি সত্যিকারের আশীর্বাদ যিনি প্রতিবার তার হৃদয় দিয়ে খেলেন। কঠোর পরিশ্রম ও উৎসর্গের প্রতিমূর্তি এবং যেকোনো ক্রীড়াবিদদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা আপনি। আপনি আমার কাছে সর্বকালের সেরা।"
পাঁচ বার পর্তুগালের হয়ে বিশ্বকাপ খেলেছেন রোনাল্ডো। পাঁচ বারই গোল এসেছে তাঁর পা থেকে। কিন্তু নিজের শেষ বিশ্বকাপটা রাঙিয়ে যেতে পারলেন না সিআর সেভেন। ৩৭ বছরের রোনাল্ডো রবিবার জানান, 'স্বপ্ন শেষ হয়ে গিয়েছে।'
ইনস্টাগ্রামে রোনাল্ডো লেখেন, "পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন। সৌভাগ্যবশত আমি পর্তুগালের হয়ে অনেক আন্তর্জাতিক ট্রফি জিতেছি। কিন্তু আমাদের দেশের নাম বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে রাখার স্বপ্ন ছিল। আমি এর জন্য লড়াই করেছি। এই স্বপ্নের জন্য আমি কঠোর সংগ্রাম করেছি। ১৬ বছরেরও বেশি সময় ধরে আমি পাঁচটি বিশ্বকাপে গোল করেছি। সবসময় মহান খেলোয়াড়দের পাশে থেকে এবং লক্ষ লক্ষ পর্তুগীজদের সমর্থনে, আমি আমার সবটুকু দিয়েছি।"
তিনি আরও বলেন, "আমি কখনোই লড়াই থেকে মুখ ফেরাইনি এবং স্বপ্ন ছেড়ে দেইনি। দুঃখজনকভাবে গতকাল স্বপ্ন শেষ হয়েছে। আমি শুধু আপনাদের সকলকে জানাতে চাই অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক অনুমান করা হয়েছে, কিন্তু পর্তুগালের প্রতি আমি সমস্ত কিছুই উৎসর্গ করেছি।"
অবশ্য রোনাল্ডো এখনই অবসর নেবেন কিনা তা স্পষ্ট নয়। তিনি জানিয়েছেন, দেশের থেকে মুখ ফিরিয়ে নেবেন না। তার মানে কি খেলা চালিয়ে যেতে চান রোনাল্ডো? এ নিয়েই জল্পনা শুরু হয়েছে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন