য়ুর্গেন ক্লপ, পেপ গার্দিওলা
য়ুর্গেন ক্লপ, পেপ গার্দিওলা ছবি - সংগৃহীত

FA CUP: সাউদাম্পটনকে হারাল সিটি, নটিংহ্যামেকে লিভারপুল, সেমিতে মুখোমুখি গার্দিওলা ও ক্লপ!

এবার বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল কাপ টুর্নামেন্টের মঞ্চে একে অপরের বিরুদ্ধে নামতে চলেছেন পেপ গার্দিওলা এবং য়ুর্গেন ক্লপ। এফএ কাপের সেমিফাইনালে দেখা হচ্ছে ইউরোপীয়ন ক্লাব ফুটবলের এই দুই পরাশক্তির।

ইংলিশ প্রিমিয়ার লীগে শিরোপা জয়ের লড়াইয়ে ম্যানচেস্টার সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিভারপুল। দুই দলের মধ্যে পয়েন্ট পার্থক্য মাত্র এক। বর্তমান সময়ে ইপিএল তথা ইউরোপীয়ন ফুটবলের অন্যতম দুই সেরা দল সিটি ও লিভারপুলের খেলা দেখার জন্য মুখিয়ে থাকে ফুটবল ভক্তরা। এবার বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল কাপ টুর্নামেন্টের মঞ্চে একে অপরের বিরুদ্ধে নামতে চলেছেন পেপ গার্দিওলা এবং য়ুর্গেন ক্লপ। এফএ কাপের সেমিফাইনালে দেখা হচ্ছে ইউরোপীয়ন ক্লাব ফুটবলের এই দুই পরাশক্তির।

গতরাতে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে নটিংহ্যাম ফরেস্টকে তাদের ঘরের মাঠে হারিয়েছে লিভারপুল। ম্যাচের ৭৮ মিনিটে দিয়েগো জোটার একমাত্র গোলে ১-০ ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট পান অলরেডসরা।

ক্লপদের মাঠে নামার আগে গতরাতে সাউদাম্পটনের বিপক্ষে নেমেছিলো গার্দিওলার সিটিজেনরা। ওই ম্যাচে সাউদাম্পটনকে তাদের ঘরের মাঠেই ৪-১ গোলে হারিয়ে সেমিতে পৌঁছায় সিটি। এতিহাদের ক্লাবটির হয়ে একটি করে গোল করেন রহিম স্টার্লিং, কেভিন ডি ব্রুইন, ফিল ফোডেন এবং রিয়াদ মাহরেজ।

গতকালই এফএ কাপের আর এক কোয়ার্টার ফাইনালে এভারটনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ক্রিস্টাল প্যালেস। ফ্র্যাঙ্ক ল্যামপার্ডের দুঃস্বপ্ন আরও বাড়িয়ে ৪-০ গোলে জয় অর্জন করেছে প্যালেস। এভারটনের বিপক্ষে একটি করে গোল করেছেন প্যালেসের মার্ক গুহেই, মাতেতা, উইলফ্রেড জাহা এবং উইল হিউজেস।

১৬ এপ্রিল সেমিফাইনালের ম্যাচগুলি হওয়ার কথা রয়েছে। যেখানে ক্রিস্টাল প্যালেস খেলতে নামবে চেলসির বিপক্ষে এবং ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে লিভারপুলের।

 য়ুর্গেন ক্লপ, পেপ গার্দিওলা
La liga: টানা ছয় 'এল ক্লাসিকো'তে অপরাজিত থাকার পর অবশেষে আত্মসমর্পণ রিয়াল মাদ্রিদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in