Srilanka Crisis: ‘এরকম ঐক্যবদ্ধ শ্রীলঙ্কা দেখিনি’, বিক্ষোভের সমর্থনে বার্তা সাঙ্গাকারা-জয়সূর্যদের

রাষ্ট্রপতি রাজাপক্ষের সরকারি বাসভবন ঘেরাও করে হামলা চালিয়েছে জনতা। এই ঘটনাকে সমর্থন জানিয়ে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালেন শ্রীলঙ্কা-র প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্য, কুমার সঙ্গকারা এবং মাহেলা জয়বর্ধন।
Srilanka Crisis: ‘এরকম ঐক্যবদ্ধ শ্রীলঙ্কা দেখিনি’, বিক্ষোভের সমর্থনে বার্তা সাঙ্গাকারা-জয়সূর্যদের
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

অগ্নিগর্ভ পরিস্থিতি শ্রীলঙ্কায়। রাষ্ট্রপতি গোয়াবাটা রাজাপক্ষের সরকারি বাসভবন ঘেরাও করে হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ জনতা। এই ঘটনাকে সমর্থন জানিয়ে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালেন শ্রীলঙ্কা-র প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্য, কুমার সঙ্গকারা এবং মাহেলা জয়বর্ধন।

রাষ্ট্রপতি ভবনের বাইরে বিক্ষোভকারীদের তিন সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ টুইট করেছেন কুমার সাঙ্গাকারা। তাতে তিনি লিখেছেন, ‘এটি আমাদের ভবিষ্যতের জন্য।’

গোটাবায়া রাজাপক্ষের ইস্তফার দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে রাস্তায় নেমেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক জয়সূর্য। তিনি রাষ্ট্রপতি রাজাপক্ষেকে ‘ব্যর্থ নেতা’ বলে তোপ দেগেছেন।

সঙ্গে ট্যুইটারে তিনি লেখেন, ‘আমি আমার গোটা জীবনে এইরকম ঐক্যবদ্ধ শ্রীলঙ্কাকে দেখিনি।’ রাষ্ট্রপতির উদ্দেশ্যে তিনি বলেন, ‘দয়া করে শান্তিতে বিদায় নিন। যেটা আপনার সরকারি বাসভবনের দেওয়ালে লেখা হচ্ছে।'

বিক্ষোভকারীদের সাথে সনথ জয়সূর্য
বিক্ষোভকারীদের সাথে সনথ জয়সূর্য

শ্রীলঙ্কা সরকার সূত্রের খবর, শনিবার পরিকল্পিত সমাবেশের পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে যেতে পারে বলে গোয়েন্দা দপ্তর অনুমান করেছিল। সেই জন্যই গোটাবায়া রাজাপক্ষেকে সেনার সদর দপ্তরে স্থানান্তরিত করা হয়েছে।

এ দিকে, অর্থনৈতিক সংকটে জেরবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে (Ranil Wickremesinghe) জানিয়েছেন তিনি পদত্যাগ করতে রাজি আছেন। টুইটারে তিনি জানিয়েছেন, "সকল নাগরিকের নিরাপত্তা সহ সরকারের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য সর্বদলীয় সরকার গঠনের লক্ষ্যে আমি আজ দলীয় নেতাদের সর্বোত্তম সুপারিশ গ্রহণ করছি। আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব।"

উল্লেখ্য, শনিবার পুলিশের তরফে আবেদন করা হয়েছিল যাতে আদালত বিক্ষোভকে অবৈধ বলে ঘোষণা করে। কিন্তু আদালতের তিন বিচারপতি সেই আবেদন প্রত্যাখ্যান করে দেন।

Srilanka Crisis: ‘এরকম ঐক্যবদ্ধ শ্রীলঙ্কা দেখিনি’, বিক্ষোভের সমর্থনে বার্তা সাঙ্গাকারা-জয়সূর্যদের
ফের উত্তাল শ্রীলঙ্কা, রাষ্ট্রপতি ভবন আক্রমণ জনতার, 'পলাতক' রাজাপক্ষে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in