Cricket World Cup 2023: 'সাকিবের প্রশংসা করা উচিত' - ইডেনে নামার আগে কেন এমন বললেন তাসকিন?

People's Reporter: তাসকিন আহমেদ জানান, ওতো (সাকিব) দেশে অন্য কিছু করতে যায়নি। ওর ব্যাটিং ভালো হচ্ছিলো না সেই কারণে গেছিল। টিম ম্যানেজমেন্ট তাঁকে অনুমতি দিয়েছিল বলেই ও দেশে ফিরেছিল।
সাংবাদিক সম্মেলনে তাসকিন আহমেদ
সাংবাদিক সম্মেলনে তাসকিন আহমেদছবি - সংগৃহীত

শনিবার ইডেনে নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ। এটাই ইডেনে চলতি বিশ্বকাপের বোধন। একের পরে এক হার আর অধিনায়ক সাকিব আল হাসানের হঠাৎ দেশে ফিরে যাওয়ার মত একাধিক সমস্যায় জর্জরিত বাংলাদেশ।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে সাকিব আল হাসানের দেশে ফিরে যাওয়া প্রসঙ্গে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ জানান, "ওতো (সাকিব) দেশে অন্য কিছু করতে যায়নি। ওর ব্যাটিং ভালো হচ্ছিলো না সেই কারণে গেছিল। টিম ম্যানেজমেন্ট তাঁকে অনুমতি দিয়েছিল বলেই ও দেশে ফিরেছিল। কলকাতা থেকে কাছে থাকায় দেশে গিয়েছিল। ক্রিকেটের জন্যই গিয়েছিল। তাই সমালোচনা না করে বরং প্রশংসা করা উচিত। আশা করি ও ফর্ম ফিরে পাবে। আগামী ৪টে ম্যাচের মধ্যে কালকের ম্যাচে মূল ফোকাস রয়েছে আমাদের"।

ইডেনে খেলা নিয়ে তাসকিন বলেন, "ইডেনে বেশি খেলার সুযোগ পাইনি বলে আফসোস আছে। আমরা ভারতে খেলতে ভালোবাসি। আমি আগেও এখানে খেলেছি। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে খেলেছি। কিন্তু এখানে আরও বেশি খেলতে চাই। বোলারদের খুব বেশি কিছু করার নেই। বেশিরভাগ ভেন্যুতেই ব্যাটিং পিচ। আমরা প্রথমে বল করতে চাই। এখনও সব শেষ হয়ে যায়নি। আমাদের প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোনোর পরিকল্পনা রয়েছে।"

প্রতিপক্ষ নেদারল্যান্ডস নিয়ে তাসকিন জানান, "নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। প্রতিপক্ষ নিয়ে আগাম কিছু বলা যায় না। আশা করবো ঘুরে দাঁড়াবো আমরা। ভালো খেলব। নেদারল্যান্ডস জায়ান্ট কিলার। ম্যাচটা কঠিন হতেই পারে। হেরে গেলে প্রতিটা ম্যাচই কঠিন হয়। জেতার মানসিকতা বজায় রাখতে হবে। জিততে চাই শুধু বললে হবে না। ফোকাস বজায় রেখে সেটা কাজে করে দেখাতে হবে।"

সাংবাদিক সম্মেলনে তাসকিন আহমেদ
Cricket World Cup 2023: ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতের অনুশীলনে একাধিক চমক!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in