কলকাতা লিগের টেলিকাস্ট জলের দামে বিক্রি IFA-র! কোথায় দেখতে পাবেন লিগ জানেন?

কলকাতা লিগের সব ম্যাচ দেখানো হবে INSIDESPORTS.Tv-তে। এছাড়া আলাদা প্যাকেজও থাকছে। তিন প্রধানের ম্যাচ দেখার জন্য রয়েছে আলাদা সাবস্ক্রিপশন ফি।
কলকাতা লিগের টেলিকাস্ট জলের দামে বিক্রি IFA-র! কোথায় দেখতে পাবেন লিগ জানেন?
ফাইল ছবি
Published on

আসন্ন কলকাতা লিগের টেলিকাস্ট জলের দরে বিক্রি করে দিল আইএফএ। ১ টাকায় কলকাতা ফুটবল লিগের ম্যাচ দেখতে পাবেন। অর্থাৎ প্রতি ম্যাচ ১ টাকা করে সাবস্ক্রিপশন চার্জ। ১৯৯ টা ম্যাচ ১৯৯ টাকা সাবস্ক্রিপশন চার্জ।

কলকাতা লিগের সব ম্যাচ দেখানো হবে INSIDESPORTS.Tv-তে। এছাড়া আলাদা প্যাকেজও থাকছে। তিন প্রধানের ম্যাচ দেখার জন্য রয়েছে আলাদা সাবস্ক্রিপশন ফি। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের সব ম্যাচ দেখার জন্য খরচ করতে হবে ১৫০ টাকা। শুধুমাত্র কোনও এক প্রধানের প্রতি ম্যাচ দেখার জন্য খরচ করতে হবে ১০ টাকা।

শনিবার আইএফএ সচিব অনির্বাণ দত্ত পিপলস রিপোর্টারের প্রতিনিধিকে জানান, আমরা একটু দূরের চিন্তা করছি। ওদের যা লাভ হবে যত মানুষ খেলা দেখবে সেই ভিত্তিতে তার একটা অংশ আমরা পাব। এরফলে আমাদের স্পনসরের জন্য দৌড়াদৌড়ি করা চিন্তা শেষ হবে। আমরা যুব ফুটবল উন্নয়নে ফোকাস করব।' আপাতত কোনো টাইটেল স্পনসর নেই।

রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসি বনাম সাদার্ন সমিতি ম্যাচ দিয়ে ঘরোয়া লিগের প্রিমিয়ার ডিভিশন শুরু হবে। সন্ধ্যা সাতটায় ম্যাচ। তিন প্রধানের মধ্যে সবার আগে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। ৫ জুলাই পাঠচক্রের বিরুদ্ধে সবুজ মেরুনের প্রথম ম্যাচ। দুপুর সাড়ে তিনটেয় খেলা শুরু। ম্যাচ হবে নৈহাটি স্টেডিয়ামে। পরের দিনই নামবে মহমেডান স্পোর্টিং।‌ ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে নিজেদের মাঠে খেলবে সাদা কালো ব্রিগেড।

ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ১০ জুলাই। প্রতিপক্ষ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। নিজেদের মাঠে খেলবে লাল হলুদ। মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ ১২ জুলাই টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ব্যারাকপুর স্টেডিয়ামে। একই দিনে ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে নিজেদের মাঠে নামবে মহমেডান। ১৩ জুলাই ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ রেনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। নিজেদের মাঠেই খেলবে লাল হলুদ। প্রথম দুই রাউন্ডের সূচি প্রকাশিত হয়েছে। উদ্বোধনী ম্যাচ বাদে প্রত্যেক ম্যাচই দুপুর সাড়ে তিনটেয়।

কলকাতা লিগের টেলিকাস্ট জলের দামে বিক্রি IFA-র! কোথায় দেখতে পাবেন লিগ জানেন?
ঘোষিত কলকাতা লিগের সূচি; ইস্টবেঙ্গল, মোহনবাগান কবে নামবে জেনে নিন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in