EPL: লীডসকে ৪-০ গোলে হারিয়ে জয়ে ফিরলো কন্তের টটেনহ্যাম

লীডসের ঘরের মাঠ ইল্যান্ড রোডে শুরু থেকেই আক্রমণ শুরু করে স্পার্সরা। প্রথমার্ধেই তারা এগিয়ে যায় ৩-০ গোলে।
টটেনহ্যাম হটস্পার বনাম লীডস
টটেনহ্যাম হটস্পার বনাম লীডসছবি টটেনহ্যাম হটস্পার ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

ইপিএলে গত ম্যাচে বার্নলির বিপক্ষে হেরে বড় ধাক্কা খেয়েছিলো আন্তেনিয়ো কন্তের টটেনহ্যাম হটস্পার। সেই হারের ধাক্কা কাটিয়ে লীডস ইউনাইটেডের বিপক্ষে গোল উৎসবে মাতলেন হ্যারি কেনরা। মার্সেলো বিয়েলসার দলকে শনিবার ৪-০ গোলে হারালো টটেনহ্যাম। আজকের হারের সাথে সাথেই টানা ছয় ম্যাচ জয়ের মুখ দেখতে পেলো না লীডস। চলতি মরশুমে এখনও পর্যন্ত ২৬ ম্যাচ খেলে সর্বোচ্চ ৬০ টি গোল হজম করে ফেললো বিয়েলসার দল।

লীডসের ঘরের মাঠ ইল্যান্ড রোডে শুরু থেকেই আক্রমণ শুরু করে স্পার্সরা। প্রথমার্ধেই তারা এগিয়ে যায় ৩-০ গোলে। ১০ মিনিটের মাথায় রিয়ান সিসেগনানের পাস থেকে টটেনহ্যামের হয়ে গোলের মুখ খোলেন ৩০ বর্ষীয় আইরিশ মিডফিল্ডার ম্যাট ডহের্টি। দলকে এগিয়ে দেওয়ার পাঁচ মিনিট বাদেই দেজান কুলসেভস্কিকে একটি সুন্দর ক্রস বাড়ান ডহের্টি। সেই বল থেকে ১৫ মিনিটেই টটেনহ্যামকে ২-০ গোলে এগিয়ে দেন সুইডিশ তারকা কুলসেভস্কি।

প্রথমার্ধের ২৭ মিনিটে আবারও গোল পায় স্পার্সরা। পিয়েরে-এমাইলের পাস থেকে কন্তেদের ৩-০ গোলে এগিয়ে দেন ইংলিশ মহাতারকা হ্যারি কেন। প্রথমার্ধেই প্রতিপক্ষকে খাদের কিনারে ঠেলে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে লীডসকে ঘুরে দাঁড়ানোর সুযোগই দেয়নি স্পার্সরা। ৮৫ মিনিটের মাথায় হ্যারি কেনের পাস থেকে লীডসের জালে শেষ বলটি জড়িয়ে দেন এশিয়ান সুপারস্টার হিউং-মিন সন।

লীডসকে হারিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে টটেনহ্যাম। ২৫ ম্যাচের শেষে হুগো লরিসদের পয়েন্ট ৪২। ষষ্ঠ স্থানে থাকা ওয়েস্টহ্যামের পয়েন্ট ২৬ ম্যাচে ৪২। অন্যদিকে ২৬ ম্যাচে মাত্র ২৩ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে লীডস।

টটেনহ্যাম হটস্পার বনাম লীডস
ইউক্রেনের পাশে পোল্যান্ড - রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবেননা লেভনডস্কিরা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in